কম্পিউটার পুরো পৃথিবীকে বদলে দিয়েছে। এবং মানুষের নিত্যদিনের কাজে অনেক সাহায্য করেছে। যে সকল কাজ আগে মানুষের দ্বারা করতে হতো সেই সকল কাজগুলি এখন কয়েক মুহূর্তের মধ্যে কম্পিউটার করে দিচ্ছে। কম্পিউটার আবিষ্কার পৃথিবীতে একটি নতুন বিপ্লব এনে দিয়েছে।
আজকের দিনে এমন কোন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে কম্পিউটারের নাম শোনেনি। এবং কম্পিউটার কাকে বলে এই সম্পর্কেও অনেকের ধারণা রয়েছে।
এইজন্য আজকের এই আর্টিকেল থেকে আমরা কম্পিউটারের এমন একটিভাগ সম্পর্কে আলোচনা করব যেটি সম্পর্কে অনেক ব্যক্তি অজানা। এবং কম্পিউটারের এই ভাগটির নাম হল পার্সোনাল কম্পিউটার।
আজকের এই আর্টিকেলটি পার্সোনাল কম্পিউটার নিয়ে লেখা হয়েছে। যেখান থেকে পার্সোনাল কম্পিউটার কাকে বলে, পার্সোনাল কম্পিউটারের জনক কে এবং পার্সোনাল কম্পিউটার কত প্রকার ও কি কি – এই প্রশ্নগুলির উত্তর পাবেন।
যদি আপনি পার্সোনাল কম্পিউটার সম্পর্কে এই সকল প্রশ্নগুলির উত্তর পেতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি পড়তে থাকুন।
সূচিপত্র
পার্সোনাল কম্পিউটার কাকে বলে?
পার্সোনাল বা ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য একজন ব্যক্তি যে কম্পিউটার ব্যবহার করে থাকে তাকে পার্সোনাল কম্পিউটার বলা হয়।
একজন ব্যক্তি তার বাড়িতে অফিসে নির্দিষ্ট কম্পিউটারের মধ্যে কাজ করে থাকে। এই সকল কম্পিউটারগুলো পার্সোনাল কম্পিউটারের উদাহরণ।
পার্সোনাল কম্পিউটার কি?
পার্সোনাল কম্পিউটারের মত ব্যক্তিগত ভাবে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এটি এক ধরনের মাইক্রো কম্পিউটার। কম্পিউটারের মধ্যে একই সময়ে একজন ব্যক্তি কাজ করতে পারে। এবং কম্পিউটারের খরচ অনেক কম।
ওয়ার্ড প্রসেসিং, একাউন্টিং, স্প্রেডশীট তৈরি, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল পাঠানো এবং মনোরঞ্জনের জন্য – পার্সোনাল কম্পিউটার ব্যবহার করা হয়।
পার্সোনাল কম্পিউটার কত প্রকার ও কি কি?
পার্সোনাল কম্পিউটার চার প্রকারের হয়ে থাকে। সেগুলি হলো –
- Desktop Computer
- Laptop Computer (Notebook)
- Tablet
- Smartphone
এই চার প্রকারের পার্সোনাল কম্পিউটার সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হলো।
1. Desktop Computer
কম্পিউটার গুলোকে একটি জায়গায় স্থিরভাবে বসিয়ে রেখে কাজ করতে হয়। এই সকল কম্পিউটার গুলি সর্বদা সাথে নিয়ে বহন করা যায় না।
বেশিরভাগ সময় ডেস্কটপ কম্পিউটারের মধ্যে ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলি আলাদাভাবে ফিট করতে হয়।
2. Laptop Computer (Notebook)
এই ধরনের কম্পিউটার এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই নিয়ে যাওয়া যায়। বেশিরভাগ ইনপুট ও আউটপুট ডিভাইসগুলি এর মধ্যে প্রথম থেকেই ফিট করা থাকে।
একটি ল্যাপটপ বা নোটবুকের মধ্যে প্রথম থেকে মনিটর, সিপিইউ, টাচপ্যাড এর মত ডিভাইসগুলি অন্তর্ভুক্ত থাকে।
3. Tablet
ট্যাবলেটও হল একপ্রকারের পার্সোনাল কম্পিউটার। Touch Screen বা Pen-enabled Interface এর মাধ্যমে ট্যাবলেট কম্পিউটার কাজ করে থাকে।
একটি ট্যাবলেট এর সাইজ, ল্যাপটপ কম্পিউটারের থেকে ছোট এবং স্মার্টফোনের থেকে কিছুটা বড় হয়।
4. Smartphone
এটি হলো সবথেকে ছোট পার্সোনাল কম্পিউটার। একটি স্মার্টফোনের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইন্সটল করা যায়। এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করে থাকে। একটি স্মার্ট ফোন স্ক্রিনের ওপর একজন ব্যবহারকারী টাচ করে, স্মার্টফোনকে বিভিন্ন কাজ করার নির্দেশ দিয়ে থাকে।
পার্সোনাল কম্পিউটারের জনক কে?
Henry Edward Roberts নামক এক ব্যক্তি প্রথম পার্সোনাল কম্পিউটার নামটির সূচনা করেন। এই জন্য ১৯ ডিসেম্বর ১৯৭৪ সালে, Altair 8800 রিলিস হবার পর হেনরী এডওয়ার্ড রবার্টস কেই পার্সোনাল কম্পিউটারের জনক বলা হয়।
পার্সোনাল কম্পিউটারের অংশসমুহ
- Central processing unit (CPU)
- Motherboard
- Computer memory
- Random access memory (RAM)
- Monitor
- Hard drive
- Video card
- GPU
- Keyboard
- Mouse
- Storage
- Disc drive
- Control unit
- Network card
- Modem
- Etc.
পার্সোনাল কম্পিউটারের প্রধান অংশগুলি এখানে দেওয়া হল। তবে এগুলি ছাড়াও আরো কিছু অংশ রয়েছে যেগুলি সব মিলিয়ে একটি পার্সোনাল কম্পিউটারের রূপ পায়।
পার্সোনাল কম্পিউটারের জন্য তৈরি অপারেটিং সিস্টেম
বিভিন্ন পার্সোনাল কম্পিউটার ইউজার তাদের কম্পিউটারের মধ্যে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করে কাজ করে থাকে। বর্তমান দিনের সব থেকে জনপ্রিয় অপারেটিং সিস্টেম গুলি হল –
- Windows
- Mac OS
- Chrome OS
- Android
- ইত্যাদি।
এই সকল জনপ্রিয় অপারেটিং সিস্টেমগুলি পার্সোনাল কম্পিউটারের মধ্যে ব্যবহার করা হয়।
পার্সোনাল কম্পিউটারের কাজ প্রথম কোথায় শুরু হয়?
পার্সোনাল কম্পিউটার এর কাজ প্রথম যুক্তরাষ্ট্রে শুরু করা হয়।
কোন কোম্পানি প্রথম পার্সোনাল কম্পিউটার উদ্ভাবন করে?
প্রথম পার্সোনাল কম্পিউটার তৈরি হয় একটি ফার্মের মধ্যে। যার নাম ছিল MITS। এই ফার্মটি ইন্টেল কর্পোরেশনের 8080 microprocessor এর মাধ্যমে প্রথম পার্সোনাল কম্পিউটার তৈরি করে।
এবং এই কম্পিউটারটি 1974 সালে ডেভলপ করা হয়। MITS এর পুরো কথা হলো মাইক্রোইনস্টমেন্টেশন এন্ড টেলিমেট্রি সিস্টেমস।
উপসংহার
সব থেকে বেশি যে কম্পিউটার ব্যবহার করা হয় সেটি হল পার্সোনাল কম্পিউটার। আজকের দিনে বেশিরভাগ মানুষের হাতেই একটি করে স্মার্টফোন রয়েছে। এবং এটিও পার্সোনাল কম্পিউটারের মধ্যে অন্তর্ভুক্ত।
যদি পার্সোনাল কম্পিউটার সম্পর্কে আপনার এখনো কিছু জানার থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা কমেন্টের মাধ্যমে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকবেন।