পাইথন কাকে বলে – আজকাল একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটি খুবই জনপ্রিয়তা লাভ করেছে। আর সেটির নাম হল পাইথন। কিন্তু এই ল্যাঙ্গুয়েজটি অনেকের কাছেই একটি নতুন নাম।
এই জন্য যারা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখতে চান তাদের জন্য পাইথন সম্পর্কে জানা অত্যন্ত জরুরী। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা পাইথন সম্পর্কে আলোচনা করব।
যেখান থেকে আপনারা পাইথন কি, পাইথন শেখার উপায়, পাইথন এর কাজ কি এবং পাইথন শিখতে কতদিন লাগে – এই সম্পর্কে বিস্তারিত জানব। যদি আপনিও python সম্পর্কে জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি পড়তে থাকুন।
সূচিপত্র
পাইথন কি?
Python হলো এক প্রকারের Object-oriented, High level programming language।
পাইথনের ব্যবহার Website building, App development, Data analysis, Web scraping, Natural language processing এবং Machine learning এর মত কাজগুলো করার জন্য করা হয়।
এই ল্যাঙ্গুয়েজ থেকে সাধারণ পারপাস এর জন্য ব্যবহার করার কারণে Python কে general purpose programming language ও বলা হয়ে থাকে।
এটি হল বর্তমানের সবথেকে জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। এর জনপ্রিয়তার মূল কারণ হলো এই ভাষাটির syntax এবং readability।
python program কে modular style এ design করা যায়। এবং এই ভাষার code গুলিকে অন্য প্রজেক্ট এর মধ্যেও ব্যবহার করা যায়।
যদি আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান তাহলে python থেকে শুরু করতে পারেন। কারণ পাইথনের সাহায্যে প্রোগ্রাম ডিজাইন করা খুব সোজা।
পাইথন এর কাজ কি?
Website building, App development, Data analysis, Web scraping, Natural language processing এবং Machine learning এর মত কাজগুলো করার জন্য পাইথন এর ব্যাবহার করা হয়।
অর্থাৎ পাইথনের কাজ হল কোন কম্পিউটারের মধ্যে চালনা করার জন্য নির্দিষ্ট প্রোগ্রাম তৈরি করা।
পাইথন শেখার উপায়
- পাইথন শেখার জন্য আপনি পাইথন প্রোগ্রামিং ল্যাংগুয়েজের বই কিনতে পারেন।
- বিভিন্ন ব্লগ এবং ওয়েবসাইট থেকে পাইথন শিখতে পারেন।
- ইউটিউব টিউটোরিয়াল দেখে বিনা মূল্যে পাইথন প্রোগ্রামিং শিখতে পারবেন।
- সার্টিফিকেটসহ পাইথন শেখার জন্য কোন ইনস্টিটিউটে ভর্তি হয়ে, কোর্স করতে পারেন।
পাইথন শেখার জন্য আপনি এখানে দেওয়া ওয়েবসাইটগুলি ভিজিট করে বিনামূল্যে python শিখতে পারেন।
- Learnpython.org
- w3schools.com
- Realpython.com
- Sololearn.com
পাইথন শিখতে কতদিন লাগে?
আপনি যত তাড়াতাড়ি কোর্সটি আয়ত্তে নিতে পারবেন, পাইথন শিখতে আপনার ততদিন সময় লাগবে।
যদি আপনি বাড়িতে বসে ইউটিউব টিউটোরিয়াল এবং বই পড়ে, কম্পিউটারের মধ্যে পাইথন প্রোগ্রামিং প্র্যাকটিস করেন তাহলে আপনার তিন থেকে চার মাস সময় লাগতে পারে।
আর যদি আপনি কোন প্রোগ্রামিং ক্লাসে যোগদান করেন, তাহলে আপনার 6 থেকে এক বছর অব্দি সময় লাগবে।
তবে সবকিছু নির্ভর করবে আপনি কত তাড়াতাড়ি জিনিসটি আপনার মধ্যে নিতে পারছেন, এর ওপর।
পাইথন সফটওয়্যার ডাউনলোড
পাইথন সফটওয়্যার হলো একটি ওপেনসোর্স সফটওয়্যার। এবং এই সফটওয়্যার টি ডাউনলোড করতে কোন টাকা দিতে হবে না। এর সাথে সাথে যেকোনো ব্যক্তি এই সফটওয়্যারটি খুব সহজে ডাউনলোড করতে পারবে।
পাইথন সফটওয়্যার ডাউনলোড করার উপায় হল, আপনি সরাসরি পাইথনের নিজস্ব ওয়েবসাইটে চলে যান।
https://www.python.org/ (পাইথন এর অফিশিয়াল ওয়েবসাইট)
সেখানে দেওয়া ডাউনলোড অপশন এর মধ্যে ক্লিক করলে আপনি খুব সহজে পাইথন সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন।
এবং ডাউনলোড করা হয়ে গেলে এটি আপনার কম্পিউটারে ইনস্টল করে সেটি ব্যবহার করতে পারবেন।
উপসংহার
আশাকরি উপরের information থেকে পাইথন কি, পাইথন শেখার উপায় এবং পাইথন সফটওয়্যার ডাউনলোড কিভাবে করতে হয় এই সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি এখনও এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।
আরও পড়ুন