অনেকেই পশ্চিমবঙ্গের জাতীয় জিনিস গুলির নাম জানেন না। এইজন্য আজকের আর্টিকেল থেকে আমরা পশ্চিমবঙ্গের জাতীয় জিনিস গুলির নাম জেনে নেব।
আজকের এই আর্টিকেল থেকে আপনারা পশ্চিমবঙ্গের জাতীয় ফুল, জাতীয় ফল, পশুর নাম, গাছের নাম ইত্যাদি বিষয়ে তথ্য পাবেন।
যদি আপনিও পশ্চিমবঙ্গের জাতীয় জিনিস গুলির নাম জানতে চান তাহলে একটি একটি করে প্রত্যেকটি জিনিসের নাম জেনে নিন।
১. পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কী?
উত্তরঃ শিউলি বা শেফালি ফুল
২. পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি?
উত্তরঃ ফিশিং ক্যাট বা মেছো বিড়াল
৩. পশ্চিমবঙ্গের জাতীয় মাছ কি?
উত্তরঃ রুই মাছ
৪. পশ্চিমবঙ্গের জাতীয় খেলার নাম কি?
উত্তরঃ ফুটবল
৫. পশ্চিমবঙ্গের জাতীয় পাখি
উত্তরঃ ধলাগলা মাছরাঙা
৬. পশ্চিমবঙ্গের জাতীয় গাছ কি?
উত্তরঃ ছাতিম
৭. পশ্চিমবঙ্গের জাতীয় ফলের নাম কি?
উত্তরঃ আম
উপসংহার
আশাকরি উপর ইনফর্মেশন থেকে পশ্চিমবঙ্গের জাতীয় জিনিস গুলির নাম জেনে গেছেন। এখানে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস গুলির নাম দেওয়া হয়েছে। যদি আপনারা পরবর্তীকালে কোন জিনিসের নাম যুক্ত করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। আমরা এই আর্টিকেলটি কে এডিট করে, নতুন জিনিসের নামটি যুক্ত করব। ধন্যবাদ ভালো থাকবেন।
আরও পড়ুন
W.B জাতীয় গাছ – ছাতিম
দুঃখিত। জানা ছিল না। কোথায় দেওয়া আছে জানালে খুব ভালো হয়।
Arihant book follow koro, dekho ছাতিম লেখা আছে, বট কখনই হতে পারে না।
ধন্যবাদ দাদা। দেখুন পোষ্টটি আপডেট করে দেওয়া হয়েছে।
Thank you sir
Welcome