দিনলিপি লেখার নিয়ম | দিনলিপি কাকে বলে

দিনলিপি লেখার নিয়ম – দিনলিপি বা ডাইরি লেখা গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে একটি। তবে অনেকেই দিনলিপি লেখে না। কারণ অনেকেরই সময় হয়না এবং অনেকেই দিনলিপি লেখার নিয়ম টি জানে না। তবে যদি আপনি দিনলিপি লিখতে চান এবং এর নিয়মটি না জেনে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য।

আজকের এই আর্টিকেল থেকে দিনলিপি কাকে বলে এবং দিনলিপি লেখার নিয়ম – সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। যদি আপনিও এ সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আর্টিকেলটি পড়তে থাকুন।

দিনলিপি কাকে বলে?

প্রত্যেক দিনে আমি যে সকল কাজকর্ম করেন এবং আপনার মনের ভাব আজকে কেমন আছে এই সকল জিনিস প্রত্যেকদিন লিপিবদ্ধ করাকেই এক কথায় দিনলিপি বলা হয়। দিনলিপি কথাটির ইংরেজি অর্থ হলো ডাইরি। অনেকে ডাইরি লিখে থাকে। এটাকেই শুদ্ধ ভাষায় দিনলিপি বলা হয়ে থাকে।

দিনলিপি লেখার উপকারিতা

  1. হাতের লেখা সুন্দর হয়
  2. আপনার আজকের মনের ভাব আপনি পরবর্তীকালে দেখতে পারবেন
  3. একজন ভালো লেখক হতে পারবেন
  4. আপনার স্মৃতিগুলি যেকোনো সময় দেখে নিতে পারবেন
  5. অতীতের ভুলগুলো শুধরে নিতে পারবেন।

দিনলিপি লেখার নিয়ম

দিনলিপি লেখার জন্য আপনাকে প্রথমে একটি বর্তমান বছরের ডায়েরি হাতে নিতে হবে। এবং আপনি যে দিনে বসে দিনলিপি লিখছেন সেই Date টিকে প্রথমে খুঁজে বার করতে হবে।

এরপর আপনি সারাদিনে কি কি করেছেন এবং আপনার মনের ভাব কি ছিল সেটিকে স্টেপ বাই স্টেপ লিখতে পারেন।

দিনলিপি লেখার ভালো সময় হল রাত্রি ন’টা থেকে দশটা। নচেৎ আপনি পরের দিন সকালবেলা আগের দিনের ঘটনা বলি এবং মনের ভাব লিখতে পারেন।

দিনলিপি কিভাবে লিখতে হয়?

  • দিনলিপি লেখার জন্য সর্বপ্রথম আপনি সারাদিনের ঘটনাটি উল্লেখ করুন।
  • দ্বিতীয় ভাগে আপনি সারাদিনে কি কি অর্জন করেছেন এবং কি কি ব্যয় করেছেন সেটি লিখুন।
  • আজকে আপনার কি কি ইচ্ছা পূরণ হয়েছে সেটি আপনি তৃতীয় এবং আজ নতুন কি শিখেছেন সেটি তৃতীয় ভাগে লিখুন।

এরকম নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে স্টেপ বাই স্টেপ দিনলিপি লিখতে হয়।

দিনলিপি লেখার কিছু টিপস

  • প্রত্যেকদিন ঘুমোতে যাওয়ার আগে দিনলিপি লেখার চেষ্টা করুন।
  • বর্তমান দিন বা ডেট প্রথমে দিয়ে তারপর লেখা শুরু করুন।
  • অবসর সময়ে আগের লেখা দিনলিপি গুলি পড়তে থাকুন।
  • প্রত্যেকদিন লেখার চেষ্টা করুন।

উপসংহার

আশা করছি আজকের এই আর্টিকেল থেকে দিনলিপি লেখার নিয়ম সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি আপনি এখনো পর্যন্ত দিনলিপি না লিখে থাকেন তাহলে আজ থেকেই লেখা শুরু করুন। এটি খুবই একটি ভালো কাজ। যার মাধ্যমে আপনি ভবিষ্যতে অনেক উপকার পাবেন এবং আপনার ব্যর্থতা এবং ব্যর্থতার উপায় গুলি খুব সহজে পার করতে পারবেন।

Leave a Comment