অনেকেই দিকের নাম জানতে চান। কারণ অনেক ব্যক্তি সাধারণত চারটি দিকের নাম মনে রাখেন। বেশিরভাগ ব্যক্তির কাছেই সবকটি দিকের নাম অজানা রয়েছে।
যদি আপনি বিভিন্ন দিকের নাম জানতে চান তাহলে আজকের এই আর্টিকেল থেকে আপনি সবকটি দিকের নাম ইংরেজিতে ও বাংলায় জানতে পারবেন।
তাই চলুন দেরী না করে দশটা দিকের নাম কি – এই সম্পর্কে জেনে নেওয়া যাক।
১০ দিকের নাম ইংরেজিতে
দশটি দিকের নাম ইংরেজিতে জানার জন্য এই তালিকাটি দেখে নিন। এখানে ইংরেজি দিক গুলি যে নামে চেনা হয় তার তালিকা দেওয়া হল। ইংরেজি দিক গুলি হল –
- East
- West
- North
- South
- North-East
- South-East
- South-West
- North-West
- Upward
- Downward
দশ দিকের নাম বাংলায় – দিক কয়টি ও কি কি?
সাধারণত আমরা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই চারটি দিকের কথা জানি। কিন্তু এছাড়াও আরও দশটি দিক রয়েছে। যেগুলি সম্পর্কে অনেক ব্যক্তি জানেন না। এই দশটি দিক একত্রে দেওয়া হল।
- পূর্ব
- পশ্চিম
- উত্তর
- দক্ষিণ
- ঈশাণ
- অগ্নি
- নৈঋত
- বায়ু
- উর্দ্ধ
- অধঃ
দশ দিকের ছবি
এই ছবিটি থেকে আপনি কোন দিকে, কোন দিক হয় এই সম্পর্কে ধারণা পেয়ে যাবেন।
ইংরেজি দিকের নাম বাংলায়
এবার আমরা ইংরেজির দিক গুলিকে বাংলায় কি বলে এটা জানব। এখান থেকে আপনি প্রত্যেকটির দিক এর বাংলা মানে জেনে যাবেন।
- পূর্ব – East
- পশ্চিম – West
- উত্তর – North
- দক্ষিণ – South
- উত্তর-পূর্ব বা ঈশাণ – North-East
- দক্ষিণ-পূর্ব বা অগ্নি – South-East
- দক্ষিণ-পশ্চিম বা নৈঋত – South-West
- উত্তর-পশ্চিম বা বায়ু – North-West
- আকাশ বা উর্দ্ধ – Upward
- পাতাল বা অধঃ – Downward
উপসংহার
আশাকরি উপরের ইনফর্মেশন থেকে বিভিন্ন দিকের নাম বাংলায় ও ইংরেজিতে জেনে গেছেন। যদি এখনো এই আর্টিকেলটি সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।
আরও জানুন
ঈশান, নৈঋত, অগ্নি, এগুলোর নামকরণের ব্যখ্যা করলে উপকৃত হই।
খুব তাড়াতাড়ি আপডেট করা হবে।
dada daily koto dollar hoi adsence theke
3-4