৩৩ কোটি দেবতার নাম – আপনি হিন্দু ধর্মের অনেক ব্যক্তিদের মুখে শুনে থাকবেন “হিন্দু ধর্মে মোট 33 কোটি দেবতা রয়েছেন”। যদি হিন্দু ধর্মের তেত্রিশ কোটি দেবতা থাকেন তাহলে এই তেত্রিশ কোটি দেবতা কি কি? বা সত্যিই কি এত দেবতা হিন্দু ধর্মে রয়েছেন? – এই সম্পর্কে আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করব।
যেখান থেকে আপনারা 33 কোটি দেবতা সত্যি আছে কিনা এবং যদি থাকে তাহলে সকল দেব দেবীর নাম ও সবচেয়ে বড় দেবতা কে, এই সম্পর্কে জানতে পারবেন।
আমি আশা করছি, আজকের এই আর্টিকেলটি পড়বার পর আপনার মন থেকে হিন্দুদের 33 কোটি দেবতা সম্পর্কে সমস্ত প্রশ্নগুলি, আপনার মন থেকে দূর হয়ে যাবে। তাই চলুন দেরী না করে 33 কোটি দেবতা কি কি এই সম্পর্কে জেনে নেওয়া যাক।
সূচিপত্র
৩৩ কোটি দেবতার নাম
সংস্কৃত শ্লোক এর একটি বাক্য “ত্রয়স্তিমাশতি কোটি” শব্দটি থেকে বোঝানো হয় যে হিন্দু ধর্মের তেত্রিশ কোটি দেবতা রয়েছে।
কিন্তু সংস্কৃত ভাষায় কোটি শব্দটির দুটি অর্থ আছে। একটি হল কোটি বা crore। এবং অপরটি হল প্রকার।
এখানে যে শ্লোকের অংশটি দেওয়া হয়েছে এখানে “কোটি” বলতে crore কে বোঝানো হয় নি। এখানে “কোটি” বলতে 33 রকমের দেবতার কথা বলা হয়েছে।
সুতরাং হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবতা নাই। 33 রকমের বা 33 জন দেবতা রয়েছেন।
যদি আপনি “ঋগবেদ” পড়েন তাহলে দেখবেন সেখানে 33 জন দেবতার কথা উল্লেখ আছে। এদের মধ্যে 11 জন বায়ুতে, 11 জন মহাকাশে এবং 11 জন পৃথিবীতে অবস্থান করছেন।
সকল দেব দেবীর নাম (Hindu God)
এখন আমরা এই 33 জন দেবদেবীর নাম জানবো। যাদের মধ্যে আটজন বসু, এগারো জন রুদ্র, বারো জন আদিত্য এবং দুজন অশ্বিন রয়েছেন।
আটজন বসুর নাম হলো ধরা (পৃথিবী), অনল (অগ্নি), অনিল (বায়ু), অহ (ব্যপ্ত), প্রত্যুষ, প্রভাষ, সোম, ধ্রুব।
এগারো জন রুদ্রর নাম হলো মন্যু, মনু, মহিনস, হর, শম্ভু, ঋতুধ্বজ, উগ্ররেতা, ভব, কাল, বামদেব, ধুতব্রত।
বারো জন আদিত্যর নাম হলো বিবস্বান্, অর্যমা, পূষা, ত্বষ্টা, সবিত, ভগ, ধাতা, বিষ্ণু, বরুণ, মিত্র, ইন্দ্র।
দুজন অশ্বিন এর নাম হলো নাসত্য ও দস্র।
সবচেয়ে বড় দেবতা কে?
হিন্দু দেবতা বলতে যোগশাস্ত্রের ইষ্টদেবতা এবং তেত্রিশ বৈদিক দেবতা দের কথা বলা হয়।
এদের মধ্যে মুখ্য দেবতারা হলেন বিষ্ণু, শিব, লক্ষ্মী, দুর্গা, ব্রক্ষ্মা এবং সরস্বতী।
হিন্দুদের প্রধান দেবতার নাম কি?
হিন্দু ধর্মের প্রধান কে – হিন্দু ধর্ম অনুযায়ী প্রধান তিন দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। এবং এদের মধ্যে শ্রী বিষ্ণুকে প্রধান দেবতা হিসাবে ধরা হয়।
হিন্দু ধর্মে দেবদেবীর সংখ্যা কত?
হিন্দু ধর্মে 33 রকমের দেবদেবী আছেন। এদের মধ্যে 11 জন বায়ুতে, 11 জন মহাকাশে এবং 11 জন পৃথিবীতে অবস্থান করছেন।
উপসংহার
আশা করছি উপরের ইনফর্মেশন থেকে হিন্দুধর্মে তেত্রিশ কোটি দেবতা সম্পর্কে আপনি সমস্ত ইনফর্মেশন পেয়ে গেছেন। যদি এখনও এই সম্পর্কে কিছু জানার থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এবং তেত্রিশ কোটি দেবতা সম্পর্কে যাদের ভুল ধারণা রয়েছে, তাদেরকেও এই আর্টিকেলটি share করতে পারেন। ধন্যবাদ।
আরও পড়ুন
নিচের দুইটি বিষয়ে উত্তর দিলে উপকৃত হব:-
১) হিন্দু ধর্মের বিবর্তনের একটি তালিকা।
২) হিন্দু ধর্মে বর্তমানে পূজিত হয় না এরকম কিছু দেব দেবীর নাম
খুব শীঘ্রই আপডেট করছি।
দাদা ভাই !
কল্কি অবতারের নাম, জন্মস্থান, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নামসহ তার বিষয়ে বিস্তারিত জানতে পারি কি?
আপনি গীতা না পড়লে অবতারের আসল মানে বুঝতে পারবেন না।