টানা হাতের ইংরেজি অক্ষর | পেচানো হাতের লেখা | ইংরেজি টানা হাতের লেখা

টানা হাতের ইংরেজি অক্ষর লেখা অনেকেই শিখতে চান। এই জন্য যে সমস্ত ব্যক্তি ছোট হাতের এবং বড় হাতের ইংরেজি অক্ষর লেখার পাশাপাশি, ইংরেজি টানা হাতের বর্ণমালা লেখা জানতে চান তাদের জন্য আজকের এই আর্টিকেলটি গুরুত্বপূর্ণ।

কারণ আজকের এই আর্টিকেলে আমরা ইংরেজি টানা হাতের বর্ণমালা গুলি দেখতে কেমন এবং টানা হাতের ইংরেজি অক্ষর লেখার নিয়ম সম্পর্কে জানব। তাই চলুন টানা হাতের এবিসিডি লেখা শুরু করা যাক।

টানা হাতের ইংরেজি অক্ষর

ইংরেজি টানা হাতের বর্ণমালা গুলিকে Cursive আলফাবেট বলা হয়। যেগুলোর ব্যাবহার সুন্দর করে কোন কিছু জিনিস লেখার জন্য করা হয়।

ইংরেজি বর্ণমালায় মোট 26 টি বড় হাতের এবং 26 টি ছোট হাতের Cursive আলফাবেট রয়েছে। যেগুলি দেখতে অরিজিনাল ইংরেজি বর্ণমালা থেকে সম্পূর্ণ আলাদা।

এখানে 26 টি বড় হাতের এবং 26 টি ছোট হাতের টানা হাতের অক্ষর গুলি দেখে নিন।

ইংরেজি বড় হাতের টানা অক্ষর

টানা হাতের ইংরেজি অক্ষর লেখার নিয়ম

ইংরেজি ছোট হাতের টানা অক্ষর

টানা হাতের ইংরেজি অক্ষর লেখার নিয়ম

টানা হাতের ইংরেজি অক্ষর লেখার নিয়ম

এবার আমরা জানবো টানা হাতের এবিসিডি লেখা কিভাবে লিখবেন। এইজন্য যদি আপনি ইংরেজি টানা হাতের বর্ণমালা লেখা শিখতে চান তাহলে এই ভিডিওটি দেখুন।

এই ভিডিওটি আপনি অনুসরণ করে খুব সহজ পদ্ধতিতে টানা হাতের ইংরেজি অক্ষর লেখা শিখতে পারবেন।

টানা হাতের এবিসিডি লেখার টিপস

যদি আপনি টানা হাতের লেখা শিখতে চান তাহলে এই টিপস গুলো ফলো করুন।

  1. ইউটিউব থেকে যেকোন ভিডিও দেখে কিভাবে টানা হাতের লেখা লিখতে হয় এই সম্পর্কে জেনে নিন।
  2. প্রত্যেকদিন শুধুমাত্র একটি থেকে দুটি নতুন ওয়ার্ড লেখা শিখুন।
  3. এবং যেটি শিখছেন সেটি প্রত্যেকদিন প্র্যাকটিস করুন।
  4. টানা হাতের লেখার জন্য, একটি ইংরেজি খাতা বাজার থেকে কিনে নিন।

আপনি এই টিপসগুলো অনুসরণ করে চললে, এক মাসের মধ্যেই টানা হাতের লেখা শিখে নিতে পারবেন।

উপসংহার

আশাকরি উপরের ইনফর্মেশন থেকে টানা হাতের ইংরেজি অক্ষর লেখার নিয়ম সম্পর্কে বুঝতে পেরেছেন। আপনি উপরের ভিডিওটি অনুসরণ করে টানা হাতের লেখা শিখে নিতে পারবেন।

যদি এই আর্টিকেলটি থেকে আপনি কিছু শিখে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। হয়তো তারাও টানা হাতের লেখা শিখতে চায়, কিন্তু কিভাবে লিখতে হয় এই সম্পর্কে তাদের ধারণা নেই।

আরও পড়ুন

Leave a Comment