চাঁদ নিয়ে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখে নিন

চাঁদ সম্পর্কে অনেকেরই অনেক প্রশ্ন থাকে। তবে সেই সকল প্রশ্নের উত্তর একটি জায়গায় পাওয়া যায় না। এই জন্য আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা তার সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর এক জায়গায় রাখার চেষ্টা করব।

যেমন – চাঁদ উঠার কতদিন পর পূর্ণিমা হয়, চাঁদকে পৃথিবীর উপগ্রহ বলা হয় কেন, চাঁদের দশা কেন পরিবর্তন হয় ইত্যাদি আরো অনেক প্রশ্ন।

যদি আপনিও এই সকল প্রশ্নের উত্তর জানতে আগ্রহী থাকেন তাহলে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন।

চাঁদ উঠার কতদিন পর পূর্ণিমা হয়?

চাঁদ প্রতি ২৭.৩২১ দিনে পৃথিবীর চারদিকে একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করে। প্রতি ২৯.৫ দিন পরপর চন্দ্র কলা ফিরে আসে অর্থাৎ একই কার্যক্রিয় আবার ঘটে এবং নতুন চাঁদ দেখা যায় বা পূর্ণিমা হয়।

চাঁদ পৃথিবীর কোন দিক থেকে কোন দিকে ঘোরে?

চাঁদ,সূর্য,তারা সবগুলোই পূর্বদিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। অর্থাৎ চাঁদ পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরার কারণে পূর্বদিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় এটি মনে হয়।

চাঁদকে পৃথিবীর উপগ্রহ বলা হয় কেন?

পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘোরে বলে, চাঁদকে পৃথিবীর উপগ্রহ বলা হয়।

চাঁদ ছাড়া পৃথিবীতে আর কোন উপগ্রহ নাই। আর এজন্যই চাঁদকে পৃথিবীর একমাত্র উপগ্রহ বলা হয়

চাঁদ কত দিনে পৃথিবীকে একবার ঘুরে আসে?

চাঁদ প্রতি ২৭.৩২১ দিনে পৃথিবীর চারদিকে একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করে। অর্থাৎ পৃথিবীকে একবার ঘুরে আসতে চাঁদের সময় লাগে ২৭.৩২১ দিন।

চাঁদের দশা কেন পরিবর্তন হয়?

চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময় আলোকিত থাকে। কিন্তু পৃথিবীর আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়।

আর এ কারণেই আমরা চাঁদের ভিন্ন ভিন্ন আকৃতি ভিন্ন সময়ে দেখতে পাই। আর এর ফলেই চাঁদের বিভিন্ন দশা সৃষ্টি হয়ে থাকে।

চাঁদ কত দূরে?

পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 384,400 কিলোমিটার। অর্থাৎ চাঁদ পৃথিবী থেকে 384,400 কিলোমিটার দূরে অবস্থান করছে।

চাঁদ পৃথিবীর থেকে কত গুন ছোট?

চাঁদের ব্যাস ৩,৪৭৪.২০৬ কিলোমিটার (২,১৫৯ মাইল) যা পৃথিবীর ব্যাসের এক-চতুর্থাংশের চেয়ে সামান্য বেশি।

চাঁদে প্রথম কে গিয়েছিল?

১৯৬৯ সালের ২১ জুলাই মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম মানুষ হিসেবে পা রাখেন।

উপসংহার

আশা করি আজকের এই ইনফরমেশন থেকে চাঁদ নিয়ে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদি চাঁদ সম্পর্কে আরে কিছু প্রশ্নের উত্তর জানার বাকি থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা পরবর্তীকালে এই পোস্টটি আপডেট করে সেই সমস্ত প্রশ্নগুলি যুক্ত করে দেব।

Leave a Comment