গোলাপ নিয়ে কবিতা | গোলাপ ফুল কবিতা | প্রেমের গোলাপ কবিতা

অনেকেই গোলাপ নিয়ে কবিতা পড়তে পছন্দ করেন। এই জন্য সেই সব ব্যক্তির উদ্দেশ্যে আজকের এই আর্টিকেলটি লেখা হয়েছে। আজকের এই আর্টিকেল থেকে আপনি বিভিন্ন ধরনের গোলাপ নিয়ে কবিতা পেয়ে যাবেন।

যদি আপনি গোলাপ নিয়ে কবিতা পড়তে পছন্দ করেন তাহলে একটি একটি করে সবকটি কবিতা পড়তে থাকুন। আশা করছি কবিতাগুলি আপনার পছন্দ হবে।

গোলাপ নিয়ে কবিতা

কবিতার নাম – গোলাপ
কবির নাম – আবদুল্লাহ আল মামুন

গোলাপ ফুটেছে শত তোমার মায়া ভরা কাননে

রয়েছে তোমার কোমল হাতের দীপ্ত পরশ, গড়েছ যতনে ।

ফুটেছে লাল, সাদা ফুল শত সাধনায় ভরা তোমার বাগানে

দেখে নয়ন জুড়ায় আমার হৃদ মাজারে,

দেবে কী আমায় তুমি একটি রক্ত গোলাপ নিজের হস্তে তুলে ?

গোলাপ তোমার মতন আমারও প্রিয়

সুপ্ত বাসনায় লোভে মত্ত আমার সব ইন্দ্রিয় ।

দেবে কী আমায় তুমি একটি সাদা গোলাপ ?

গন্ধ শুকে করে নিবো আমার হৃদয়কে সক্রিয় ।

গোলাপ ফুটেছে আজ তোমার বাগানে পূর্ণ কানায় কানায় ভরে

কী অপরূপ রূপে সেজেছে সব শ্মৃঙ্খলীত সারিবদ্ধ ধরে

দেবে কী আমায় তুমি একটি গোলাপ তোমার নিজের হাতে তুলে ?

আমারও আছে তোমার গোলাপের মত হাজারও কবিতা

তোমার কাননে ফুটা গোলাপের মত আমারও বুকে ফলায় শত কবিতার চাষ ।

যদি তুমি দাও আমাকে তোমার বাগানের একটি গোলাপ

আমিও তোমাকে দেব আমার বুকে ফলানো অজস্র কবিতা ।

হলুদ গোলাপ কবিতা শুকনো গোলাপ কবিতা গোলাপ নিয়ে প্রেমের কবিতা

গোলাপ ফুল নিয়ে কবিতা

কবিতার নাম – সাজানো গোলাপ
কবি – ঋষি

অনেকটা অনভ্যাস পেরিয়ে
তোর টেবিলে সাজানো অনেকগুলো গোলাপ।
ইচ্ছেদের সুন্দর টেম্পটেশন জুড়ে বসে
একঝাঁক প্রজাপতি আকাশ জোড়া গভীর চোখ।
মিষ্টি হাসি
হারিয়ে যাওয়া ইচ্ছাদের চোখে শুকনো গোলাপ।

সময়ের মতন অপ্রিয় কিছু
গোলাপের কাঁটার মতন অসংখ্য ইমোশান।
ডালপালা ছেঁটে অল্প বিস্তর তৃষ্ণায় সাজানোর ইচ্ছা জীবন
এমনি কেটে যায়।
গোলাপের মতন তোর টেবিলে
আমিও মুখ চেপে থাকি টেবিলের উপরে সাদা পাতায়।
অজস্র আঁচড়
হৃদয়ের দাগ ,ছোপ ছোপ ,যন্ত্রণা গোলাপ রঙের।
এই সুবাস পেয়ে গেছি আমি
তোকে খুলে ফেলবো কোনদিন ,কখনো ,কোথাও।
গোলাপের পাঁপড়ি ছড়ানো ইচ্ছাগুলো
সকলে গোলাপ হতে চাই ,সুগন্ধময়।
অথচ শুকনো গোলাপ সময়ের ফলাফলে
ডাস্টবিনে একটু জায়গা পেয়েই যায়।

অনেকটা অনভ্যাস পেরিয়ে
তোর পাঠানো সেল্ফিতে গোলাপ হাসছে।
হাসছে গোলাপ ইচ্ছেদের মতন তোর ঠোঁটের লিপস্টিকে
সময় এমনি হয়।
লাল ইচ্ছেদের মতন নরম তুলতুলে আদর
অথচ কেন যে ইচ্ছেরা শুকোতে থাকে।

সাদা গোলাপ কবিতা

কবিতার নাম – সাদা গোলাপ
কবি – মুহাম্মদ ইমাদ ফাহিম

তুমিই তো আমার নিকট সাদা গোলাপটা নিয়ে এসেছিলে।
বুকের ভিতর মৃত মনটাতে তুমিই তো আশার বীজ বুনেছিলে।
তোমার জন্যই তো আমি নিজের অজান্তে আবার জন্মালাম।
আশা, লক্ষ্য, সাফল্য, সবই তো তোমাই ঠিক করলাম।
সবই তো ভোরের আকাশের মতো ঠিকঠাক চলছিলো,
এর মাঝে তুমি কেন মাটির বুক চিঁরে এর ভিতর চলে গেলে,
আমাই কেন তুমি সঙ্গী করলে না?
আজ আমি মরুর পথিকের ন্যায় তোমার আশাই তৃষ্ণার্তও?
তুমি আবার কবে আসবে আমার কাছে সাদা গোলাপটা নিয়ে?

লাল গোলাপ কবিতা

কবিতার নাম – লাল গোলাপ ভালবাসা
কবি – অন্তলীন আমি

সদ্য ফোটা একটি রক্ত গোলাপ
যেনো তোমার জন্যই ফোটা,
হাতে নিয়ে দাড়াবো তোমার সামনে l

রক্ত গোলাপ তোমার দিকে বাড়িয়ে
নিশ্চুপ থাকবো দাড়িয়ে
শুধু বলবো
“ভালবাসি তোমায় প্রিয়তি” l

তখন কি দুহাত বাড়িয়ে
নেবে সেই রক্ত গোলাপ (?)
নাকি বলবে ফিরে যাও
তোমার কথা শুধু পাগলের প্রলাপ…l

তখন কি ফিরিয়ে দিবে আমায়
গোলাপের কাটায় মনকে বিদ্ধ করে (?)
নাকি মুখে নিয়ে একচিলতে হাসি
হাত বাড়িয়ে গোলাপ নিয়ে
বলবে ভালবাসি ভালবাসি.…l

গোলাপ এর কবিতা

কবিতার নাম – একটি গোলাপের কাব্য
কবির নাম – সুদীপ বিশ্বাসের

তুমি আমার বনলতা সেন,
আমার শেষের কবিতা!
হৃদয়ের ক্যানভাসে আঁকা,
মোনালিসা,তোমার ছবিটা! !

আজিকার যুগে এ সবকিছুই
পাগলের প্রলাপ!
ভালোবাসিতে পারি বন্ধু,
আনো যদি লাল গোলাপ! !

প্রেমের গল্পে বাধা দিতে আসে,
বৃষ্টি নামের ভুল!
ঝড়ো বাতাসে ঝরিয়া পড়ে,
গাছের গোলাপ ফুল!!

প্রেমিক হৃদয় আজ বেদুইন,
লাল গোলাপের জন্য!
পাইবে না সে প্রেমিকার হৃদয়,
দিলে ফুল অন্য! !

সাদা ফুল হল রক্ত লাল ,
ভালোবাসার গৌরবে!
মোহনীয় হল গোলাপ ফুল,
নবীন প্রেমের সৌরভে!!

প্রেমিকা তাহার চলে গেল দূরে,
ছেড়ে পৃথিবীর মায়া!
ব্যর্থ প্রেমিক ফুল হাতে কাঁদে,
দু চোখে তাহার কায়া!!

প্রেমের কাহিনী হইল না শেষ,
যদিও হইল ইতি!
নষ্ট গোলাপ আজও গেয়ে যায়,
প্রেমনগরের গীতি!!

একটি গোলাপ কবিতা

কবিতার নাম – প্রেমের লাল গোলাপ কাঁটা
কবির নাম – ইকবাল হোসেন বাল্মীকি

তোমাকে দেখার পর-
আমার অতৃপ্ত গোলাপ গুলো কাঁদে
গোলাপের দলে লেগে থাকা রক্ত
হৃদপিণ্ড শূণ করে ফুটায় ফুটায় ঝরে
এমন ইচ্ছার চাষ মন্না মতির চরে
চলছে কালাতিক্রান্ত তোলোধুনা গীটারে।

এ রক্ত দলের আবেদন চেতনার মতো
শ্বেত, নীল, ধুসর কিন্ত লাল নয়
এদের নগ্নতা বসার ঘরের অন্ধকারে
দিবাস্বপেনের মাকড়ের জাল
এ জালে আটকে থাকে বিদ্যুতের কণা।

বিদ্যুত রক্তে খেলে-
কনাগুলো গোলাপের নরম মুল
পায়ের মাথা, জড়ের আমুল জাপ্টে ধরে।
এক সময় রক্ত কেবল সাদা আধানের
দিন কাল লিখতে থাকে গোলাপ শ্রমিক।

ফ্যাকাসে গোলাবি রং
প্রজন্মে থেকে প্রজন্ম ছড়ায়
গাঢ় লাল আপুর্নতা মরে পড়ে থাকে
চাঁদ কিংবা আকাশের ছিদ্র পথে।
চাঁদের জানালায় মই
আকাশে উঠার সিঁড়ি এবং গোলাপেরা
মন ভাঙ্গা আর্তনাদ চিৎকার করে।
পৃথিবীটা কে নগ্ন করে তোলে।

তখন আমার নগ্নতার এক মাত্র ওষুধ-
আমার পোষে রাখা গোলাপ
এবং তার মরে যাওয়া অতৃপ্ত দল
এবং তার রক্তকরন নামক মগ্নতা।

শুকনো গোলাপ কবিতা

কবিতার নাম – শুকনো গোলাপ

লেখক – অজানা

 

শুকনো গোলাপে বন্দি স্মৃতি

বর্ষার আদরে তোমার নামে আজো

মনের শহর জুড়ে স্বস্তির নিঃশ্বাস!

হেরে গিয়েছি সেদিন,

যেদিন প্রেমের কাছে ভালোবাসা হারল!

এ প্রেম সেই প্রেম নয়!

বুকের উষ্ণতায় তুমি যতবার প্রেম পোড়াতে চেয়েছ,

আমি ততবার বুকে টেনে তোমায় বলেছি ভালোবাসি।

তবুও তুমি অবহেলে ঠেলে দিয়ে,

সমস্ত আবেগ টেনে হিঁচড়ে নিয়ে গেছ

রাত্রের অগোছালো বিছানায়!

আমার শরীরে শরীরে তুমি সহজেই প্রেম ছড়িয়ে দিয়েছে,

অথচ একবিন্দুও ভালোবাসতে পারোনি!

উপসংহার

আশা করি আজকের এই আর্টিকেল থেকে আপনি গোলাপ ফুল নিয়ে কবিতা গুলো পড়েছেন। এখানে যে সমস্ত কবিতা কবি দেয়া হয়েছে সেগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে কপি করা হয়েছে। যদি কোন লেখক এর কোন আপত্তি থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা নির্দিষ্ট কবিতাটি আমাদের ওয়েবসাইট থেকে মুছে দেবো। ধন্যবাদ ভালো থাকবেন।

আরও পড়ুন

Leave a Comment