পশ্চিমবঙ্গের কোন জেলা কিসের জন্য বিখ্যাত | মুর্শিদাবাদ কিসের জন্য বিখ্যাত?

অনেকেই পশ্চিমবঙ্গের কোন জেলা কিসের জন্য বিখ্যাত এই সম্পর্কে জানতে চান, কিন্তু সঠিক ইনফরমেশন এজন্য অনেকেই এই প্রশ্নটির উত্তর পায়না।

এই জন্য আজকের এই আর্টিকেল থেকে আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা কিসের জন্য বিখ্যাত এই সম্পর্কে জানতে পারবেন।

যদি আপনিও পশ্চিমবঙ্গের কোন জেলা কিসের জন্য বিখ্যাত এই সম্পর্কে জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি পড়ে নিন।

পশ্চিমবঙ্গের কোন জেলা কিসের জন্য বিখ্যাত

এখানে জেলাগুলির সাথে সাথে জেলাগুলির মধ্যে থাকা বিভিন্ন শহরের নামগুলিও দেওয়া হল।

  1. হুগলীর আলু
  2. জলপাইগুড়ির আনারস
  3. কৃষ্ণনগরের সরভাজা
  4. কৃষ্ণনগরের মাটির পুতুল
  5. বর্ধমানের ধান
  6. মালদার আম
  7. বসিরহাটের গামছা
  8. বেলডাঙ্গার লঙ্কা
  9. বিষ্ণুপুরের পিতল কাঁসা
  10. শক্তিগড়ের ল্যাংচা
  11. মুর্শিদাবাদ, মালদার রেশম
  12. বিষ্ণুপুরের টেরাকোটা (পোড়ামাটির কাজ)
  13. কোচবিহারের তামাক
  14. মেদিনীপুরের কাজুবাদাম
  15. বর্ধমানের মিহিদানা
  16. বহরমপুরের ছানাবড়া
  17. দার্জিলিং এর চা
  18. বারুইপুরের পেয়ারা
  19. বেলডাঙ্গার মনোহরা
  20. মুর্শিদাবাদের লিচু

উপসংহার

আশা করি আজকের আর্টিকেল থেকে পশ্চিমবঙ্গের কোন জেলা কিসের জন্য বিখ্যাত এ সম্পর্কে ইনফরমেশন পেয়ে গেছেন। যদি এখানে, পশ্চিমবঙ্গের কোন বিখ্যাত জিনিস বাদ পড়ে থাকে, তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। তাহলে আমরা পরবর্তীকালে এই জিনিসটি এই আর্টিকেলের মধ্যে যুক্ত করে দেবো। ধন্যবাদ ভালো থাকবেন।

আরও পড়ুন

এটিও জেনে নিন -  লন্ডন কোন দেশের রাজধানী?
Sanju

আমি সঞ্জু রাউত। আমার বাড়ি কলকাতা, পশ্চিমবঙ্গ। আমি অন্যকে ইনফরমেশন দিয়ে সাহায্য করতে ভালোবাসি। তাই আমি এই ব্লগটি ওপেন করি, যার দ্বারা আমার সখ এবং অন্যকে সাহায্য দুটোই সম্ভব হয়।

Leave a Comment