কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা – পশ্চিমবঙ্গের চাষীদের রবি শস্যের টাকা ঢুকেছে কিনা এটা জানতে হলে আজকের এই আর্টিকেলটি আপনাকে সাহায্য করবে সাহায্য করবে।
পশ্চিমবঙ্গের 77লক্ষ 88 হাজার 998 জন এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং নতুন করে আরও কৃষক বন্ধু হচ্ছে।
সরকারি তরফ থেকে জানানো হচ্ছে যে কৃষকদের ব্যাঙ্ক একাউন্ট এ টাকা পাঠানোর কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে।
সূচিপত্র
কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা?
আপনারা সকলেই জানেন যে ৬ মাস পর পর এই প্রকল্পের টাকা দেওয়া হয়। এবং Kharif season ও Rabi season এই দুই মরসুমে এই প্রকল্পের টাকা দেওয়া হয়।
রবি শস্যের জন্য কৃষক বন্ধুর টাকা অক্টোবর থেকে মার্চ এর মধ্যেই দেওয়া হয়েছে।
খারিফ শস্যের জন্য কৃষক বন্ধুর টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে।
তাই চাষী বন্ধুরা তোমরা তোমাদের কৃষক বন্ধু স্টেটাস চেক করে নিন। যদি কারো টাকা না ঢুকে থাকে তাহলে কিছুদিন অপেক্ষা করুন। এবং কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে থাকুন।
Krishak Bandhu Payment Date 2023
পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ এই কিস্তিটি সেপ্টেম্বর ২০২৩ থেকে দিতে শুরু করবে।
1st Installment Date October to march
2nd Installment Date April to September
কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে?
কৃষক বন্ধুর দুটি ইনস্টলমেন্ট সাধারণত একটি অক্টোবর এবং মার্চ মাসের মধ্যে এবং দ্বিতীয়টি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয়।
আশা করা যাচ্ছে যদি আপনার krisok বন্ধু প্রকল্প চালু থাকে তাহলে, আপনি এই মাস গুলোর মধ্যে কৃষক বন্ধুর টাকা পেয়ে যাবেন।
Krishak Bandhu Taka চেক করার পদ্ধতি
কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা এটা চেক করার জন্য আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট জমা দিয়েছিলেন সেই ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারেন।
অথবা কৃষক বন্ধুর প্রকল্প থেকে আপনার মোবাইল নাম্বারে টাকা ঢোকার কোন মেসেজ এসেছে কিনা সেটাও চেক করতে পারেন।
এবং অনলাইনের মাধ্যমে দেখার জন্য krishakbandhu.net এই ওয়েবসাইটে গিয়ে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারেন।
কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার নিয়ম
এর জন্য আপনি কৃষক বন্ধুর সরকারি ওয়েবসাইট krishakbandhu.net এতে প্রবেশ করুন। ওয়েব সাইটে যাবার পর “নথিভূক্ত কৃষকের তথ্য” নামক একটি অপশন দেখতে পাবেন। আপনি এই অপশনটিতে ক্লিক করুন।
এরপর আপনার ভোটার আইডি নাম্বার দিয়ে I am not a robot অপশনে ক্লিক করুন।
এরপর সার্চ অপশনে ক্লিক করে মাত্র আপনি কৃষক বন্ধু স্ট্যাটাস দেখতে পাবেন।
সরাসরি স্ট্যাটাস এর জন্য আপনি https://krishakbandhu.net/farmer_search এই পেজটির সাহায্য নিতে পারেন।
কৃষক বন্ধুর টাকা কবে থেকে পাওয়া যাবে?
কৃষক বন্ধুর টাকা পাওয়ার জন্য ইনস্টলমেন্ট ডেট উপরে দেওয়া আছে আপনি সেখান থেকে দেখে নিন কৃষক বন্ধুর টাকা কবে পাওয়া যাবে।
কৃষক বন্ধু কারা যোগ্য
নথিভুক্ত নথিপত্র সহ সমস্ত কৃষক, কৃষকবন্ধু প্রকল্পের সুবিধা নিতে পারে।
কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে?
এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে।
উপসংহার
আশা করছি আজকের আর্টিকেলটি থেকে কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা এই সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন পেয়ে গেছেন। যদি এখনো krisok বন্ধুর টাকা আপনি না পেয়ে থাকেন তাহলে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করে দেখতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।