কুইজ প্রতিযোগিতা প্রশ্ন উত্তর – আমাদের মধ্যে অনেক ব্যক্তি অনেক সময় কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। এইজন্য আজকের এই আর্টিকেলটি থেকে আমরা কিছু বাংলা কুইজ প্রশ্ন ও উত্তর সম্পর্কে আপনাদের জানাবো।
যদি এই প্রশ্নগুলি কুইজে কমন আসে তাহলে আপনি উত্তরগুলি খুব সহজে দিতে পারবেন। তাই চলুন কুইজ প্রতিযোগিতার প্রশ্নগুলো দেখে নেওয়া যাক।
কুইজ প্রতিযোগিতা প্রশ্ন উত্তর
1. ভগবান বুদ্ধ কোথায় জ্ঞানলাভ করেছিলেন?
উত্তর:- বোধগয়া
2. আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- স্বামী দয়ানন্দ
3. পাঞ্জাবি ভাষার লিপি কি?
উত্তর:- গুরুমুখী
4. ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত কোনটি?
উত্তর:- কন্যাকুমারী
5. ভারতের কোন রাজ্যে প্রথমে সূর্য ওঠে?
উত্তর:- অরুণাচল প্রদেশ
6. ইনসুলিন কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়?
উত্তর:- ডায়াবেটিস
7. বিহু কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব?
উত্তর:- আসাম
8. আমলায় প্রচুর পরিমাণে কোন ভিটামিন পাওয়া যায়?
উত্তরঃ- ভিটামিন সি
9. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর:- উইলিয়াম বেন্টিঙ্ক
10. কাগজ কোন দেশে আবিষ্কৃত হয়?
উত্তর:- চীন
11. গৌতম বুদ্ধের শৈশবের নাম কি ছিল?
উত্তর:- সিদ্ধার্থ
12. ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে?
উত্তর:- রাষ্ট্রপতি
13. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
উত্তর:- ভিটামিন এ
14. পোঙ্গল কোন রাজ্যের উৎসব?
উত্তর:- তামিলনাড়ু
15. গিদ্ধা ও ভাংড়া কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর:- পাঞ্জাব
16. টেলিভিশন কে আবিস্কার করেন?
উত্তর:- জন লগি বেয়ার্ড
17. ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন?
উত্তরঃ- রাজিয়া সুলতান
18. মাছ কিসের সাহায্যে শ্বাস নেয়?
উত্তর:- ফুলকা
19. ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন কে?
উত্তর:- ভগৎ সিং
20. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কখন এবং কোথায় সংঘটিত হয়েছিল?
উত্তর:- 1919 খ্রিস্টাব্দ অমৃতসর
21. 1939 সালে কংগ্রেস ত্যাগ করার পর সুভাষ চন্দ্র বসু কোন দলটি প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর:- ফরোয়ার্ড ব্লক
22. ‘পাঞ্জাব কেশরী’ কাকে বলা হয়?
উত্তর:- লালা লাজপত রায়
23. কে সন্ডার্সকে হত্যা করেছিল?
উত্তর:- ভগৎ সিং
24. 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে প্রথম কে তার জীবন উৎসর্গ করেন?
উত্তর:- মঙ্গল পান্ডে
25. ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন?
উত্তর:- সরোজিনী নাইডু
26. দুইবার মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম মহিলা কে?
উত্তর:- সন্তোষ যাদব
27. ‘ব্রাহ্মসমাজ’ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- রাজা রামমোহন রায়
28. স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল?
উত্তর:-মূলশঙ্কর
29. ‘বেদে প্রত্যাবর্তন’ স্লোগান কে দিয়েছেন?
উত্তর:- দয়ানন্দ সরস্বতী
30. ‘রামকৃষ্ণ মিশন’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- স্বামী বিবেকানন্দ
31. ভাস্কো দা গামা কবে ভারতে আসেন?
উত্তর:- 1498 খ্রি.
32. ভাস্কো দা গামা কোথায় বাসিন্দা ছিলেন?
উত্তর:- পর্তুগাল
33. হাওয়া মহল কোথায় অবস্থিত?
উত্তর:- জয়পুর
34. কোন শিখ গুরুকে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয়?
উত্তর:- গুরু নানক
35. শিখদের প্রধান উৎসব কোনটি?
বাংলা কুইজ প্রশ্ন ও উত্তর
উত্তর:- বৈশাখী
36. কোন মহাপুরুষকে ‘লৌহ মানব’ বলা হয়?
উত্তর:- সর্দার প্যাটেল
37. কোন মহাপুরুষকে নেতাজি বলা হয়?
উত্তর:- সুভাষ চন্দ্র বসু
38. দিল্লিতে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রীর সমাধির নাম কি?
উত্তর:- বিজয় ঘাট
39. মহাভারতের রচয়িতা কে?
উত্তর:- মহর্ষি বেদব্যাস
40. অর্থশাস্ত্র নামে গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:- চাণক্য (কৌটিল্য)
41. ‘জয় জওয়ান, জয় কিষাণ’ স্লোগান কে দিয়েছিলেন?
উত্তর:- লাল বাহাদুর শাস্ত্রী
42. গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন?
উত্তর:- ডঃ রাজেন্দ্র প্রসাদ
43. গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর:- ডঃ ভীমরাও আম্বেদকর
44. বিশ্ব রেড ক্রস দিবস কোন তারিখে পালিত হয়?
উত্তরঃ- ৮ই মে
45. সূর্যোদয়ের দেশ হিসেবে বিখ্যাত কোন দেশ?
উত্তর:- জাপান
46. কোন তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়?
উত্তরঃ- ৮ মার্চ
47. আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি?
উত্তর:- গোয়া
48. ওনাম কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব?
উত্তর:- কেরালা
49. দিল্লি কবে ভারতের রাজধানী হয়?
উত্তর:- 1911
50. সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি?
উত্তর:- শুক্র
51. ভারতের জাতীয় পশু কোনটি?
উত্তরঃ বাঘ
52. ভারতের জাতীয় পাখি কোনটি?
উত্তর:- ময়ূর
53. ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি?
উত্তর:- গঙ্গা ডলফিন
54. ভারতের জাতীয় ফল কোনটি?
বছর:- আম
55. ভারতের জাতীয় ফুল কোনটি?
উত্তর:- পদ্ম
56. ভারতের জাতীয় গাছ কোনটি?
উত্তর:- বটগাছ
57. ভারতের জাতীয় খেলা কোনটি?
উত্তর:- হকি
58. ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
উত্তর:- 3:2
59. ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন?
উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর
60. ভারতের জাতীয় সঙ্গীত কোনটি?
উত্তর:- বন্দে মাতরম
61. ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন?
উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
62. কে সর্বপ্রথম মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলেছেন?
উত্তর:- নেতাজি সুভাষ চন্দ্র বসু
63. আমাদের জাতীয় পঞ্চাঙ্গ কোনটি?
উত্তর:- শক সংবত
64. জাতীয় সঙ্গীত গাওয়ার সময়কাল কত?
উত্তর:- 52 সেকেন্ড
65. কে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন?
উত্তর:-হেনরি বেকারেল
66. পেস মেকার শরীরের কোন অংশের সাথে সম্পর্কিত?
উত্তর:- হৃদয়
67. মানবদেহের কোন গ্রন্থিকে ‘মাস্টার গ্ল্যান্ড’ বলা হয়?
উত্তর:- পিটুইটারি গ্রন্থি
68. কার্বনের বিশুদ্ধতম রূপ কোনটি?
উত্তর:- হীরা
69. এক্স-রে কে আবিষ্কার করেন?
উত্তর:- রন্টজেন
70. মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে?
উত্তর:- তামা
নতুন কুইজ প্রশ্ন উত্তর
71. একজন নভোচারীর কাছে বাইরের আকাশ কীভাবে দেখা যায়?
উত্তর:- কালো
72. টেলিস্কোপ কে আবিস্কার করেন?
উত্তর:- গ্যালিলিও
73. দিল্লিতে অবস্থিত মহাত্মা গান্ধীর সমাধির নাম কি?
উত্তর:- রাজঘাট
74. ভারতে প্রথম ট্রেন কোথা থেকে কোথায় চলে?
উত্তর:- বোম্বে (বর্তমান মুম্বাই) থেকে থানা।
75. ভারতে প্রথমবারের মতো মেট্রো রেল পরিষেবা কোন শহরে শুরু হয়েছিল?
উত্তর:- কলকাতা
76. ভারতে রেলপথ চালু হয় কোন সালে?
উত্তর:- 1853
77. প্রথম ভারতীয় মহাকাশচারী কে ছিলেন?
উত্তর:- স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা, 1984 সালে
78. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর:- মিসেস সুচেতা কৃপালানি
79. হরিয়ানার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর:- পন্ডিত ভগবত দয়াল শর্মা
80. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- 24 অক্টোবর 1945
81. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:- নিউইয়র্ক
82. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তর:- ত্রিগবেলি
83. বর্তমানে কতটি দেশ জাতিসংঘের সদস্য?
উত্তর:- 193টি
84. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য কতটি দেশ?
উত্তর:- 15
85. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কতটি দেশ?
উত্তর:- 5
86. আন্তর্জাতিক বিচার আদালত কোথায় অবস্থিত?
উত্তর:- হল্যান্ডের হেগে
87. জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?
উত্তর:- বান-কি-মুন
88. জাতিসংঘের সাধারণ পরিষদে হিন্দিতে বক্তৃতা দেওয়া ভারতীয় কে?
উত্তর:- অটল বিহারী বাজপেয়ী
89. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়?
উত্তরঃ- ২ বছর
90. কোন দেশ জাতিসংঘের 193তম সদস্য হয়েছে?
উত্তর:- দক্ষিণ সুদান
91. কোন ভিটামিনের অভাবে রক্ত বন্ধ হয় না?
উত্তর:- ভিটামিন কে
92. হিন্দি দিবস কখন পালিত হয়?
উত্তর:- 14 সেপ্টেম্বর
93. সংবিধানের কোন অনুচ্ছেদে হিন্দিকে জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করা হয়?
উত্তর:- 343 ধারা
94. অলিম্পিক গেমসে একক ইভেন্টে স্বর্ণপদক জিতে একমাত্র ভারতীয় কে?
উত্তর:- অভিনব বিন্দ্রা
95. কত বছর পর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়?
উত্তরঃ- ৪ বছর
96. 2016 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর:- রিও ডি জেনিরো
97. আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয়?
উত্তরঃ- ১০ই ডিসেম্বর
98. হরিয়ানার মহিষের কোন জাত বিখ্যাত?
উত্তর:- মুরাহ
99. বিখ্যাত শীতলা মাতার মন্দির কোথায় অবস্থিত?
উত্তর:- গুরগাঁও
100. বিশাল হরিয়ানা পার্টি কে গঠন করেন?
উত্তর:- রাও বীরেন্দ্র সিং
উপসংহার
আশা করছি আজকের এই আর্টিকেলটি থেকে কুইজ প্রতিযোগিতা প্রশ্ন উত্তর বা বাংলা কুইজ প্রশ্ন ও উত্তর গুলি আপনি পেয়ে গেছেন। এখন কুইজে অংশগ্রহণ করার আগে আপনি এগুলি মুখস্থ করে নিয়ে তৈরি থাকতে পারেন।