কম্পিউটারে ইন্টারনেট চালু করার নিয়ম

অনেক কম্পিউটার ব্যবহারকারী তাদের কাজের সুবিধার্থে, কম্পিউটারে নেট কানেকশন করতে চায়। কিন্তু অনেকেই কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের নিয়ম সম্পর্কে জানেন না।

এই জন্য তাদের এই সমস্যার কথা মাথায় রেখে আজকের আর্টিকেল থেকে আমরা কম্পিউটারে ইন্টারনেট চালু করার নিয়ম সম্পর্কে জানব।

যেখান থেকে আপনি চারটি উপায় কম্পিউটারে নেট কানেকশন করতে পারবেন।

যদি আপনিও একই সমস্যায় ভোগেন তাহলে আর চিন্তা করার দরকার নেই। আজকের আর্টিকেল থেকে আপনি এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো চলুন দেরী না করে কম্পিউটারে ইন্টারনেট চালু করার নিয়ম গুলি জেনে নেওয়া যাক।

কম্পিউটারে ইন্টারনেট সংযোগের জন্য কিসের প্রয়োজন?

কম্পিউটারে ইন্টারনেট সংযোগ বিভিন্ন ভাবে করা যায়। কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করার চারটি নিয়ম রয়েছে।

আপনি যেকোনো একটি নিয়ম ব্যাবহার করে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে পারেন।

কম্পিউটারে ইন্টারনেট সংযোগের জন্য প্রয়োজনীয় জিনিসগুলি হলো mobile, lan cable, router, wifi adaptar, usb cable।

এগুলির মধ্যে দিয়ে আপনি বিভিন্ন ভাবে কম্পিউটারে নেট কানেকশন করতে পারেন। নিচে এগুলি বিস্তারিত আলোচনা করা হলো।

কম্পিউটারে ইন্টারনেট চালু করার নিয়ম

কম্পিউটারে ইন্টারনেট চালু করার ৪ টি উপায় রয়েছে। এগুলি একটি একটি করে নিচে আলোচনা করা হলো।

১. মোবাইল হটস্পট এর সাহায্যে কম্পিউটারে নেট কানেকশন

মোবাইল হটস্পট দিয়ে কম্পিউটারে ইন্টারনেট চালানো সবথেকে সোজা।

মোবাইল হটস্পট এর সাহায্যে কম্পিউটারে নেট চালানোর জন্য, প্রথমে মোবাইল হটস্পট অন করুন। এবং সেই হটস্পট এর সাথে, আপনার কম্পিউটারে ওয়াইফাইটি connect করুন।

মোবাইল হটস্পট এর সাথে কম্পিউটারে ওয়াইফাই কানেক্ট হয়ে গেলে, মোবাইলের data অন করে দিন।

এবার আপনার কম্পিউটারে ইন্টারনেট প্রবাহিত হবে।

২. ল্যান ক্যাবল ব্যবহার করে নেট কানেকশন

Lan ক্যাবল এর সাহায্যে কম্পিউটারে ইন্টারনেট ব্যাবহারের জন্য lan কেবিলটির একপ্রান্ত Router বা modem এর সাথে connect করুন।

কম্পিউটারে ইন্টারনেট চালু করার নিয়ম

এবং অপরপ্রান্ত কম্পিউটারের lan cable hub এর ভেতরে প্রবেশ করান।

lan cable এর সাহায্যে রাউটার এর সাথে কম্পিউটার এর কানেকশন তৈরি হয়ে গেলে, Internet sharing অপশন এ গিয়ে, globe icon এর মাঝে দেওয়া cross অপশনের ওপর ক্লিক করুন।

৩. কম্পিউটারে কিভাবে ওয়াইফাই কানেক্ট করব

এর জন্য, আপনার একটি ওয়াইফাই অ্যাডাপ্টার লাগবে, যেটি আপনি সহজেই দোকানে বা অনলাইনে 300 থেকে 400 টাকার মধ্যে পেয়ে যাবেন।

কম্পিউটারে ইন্টারনেট চালু করার নিয়ম

এরপর কম্পিউটারের মধ্যে এটির ড্রাইভার ইন্সটল করে নিন। ইন্সটল করার পর উইন্ডোজের টাস্কবারে ওয়াইফাই অপশন চলে আসবে।

তারপর আপনার মোবাইলের হটস্পট চালু করে আপনি সহজেই আপনার কম্পিউটারে ইন্টারনেট চালাতে পারবেন।

৪. মোবাইল দিয়ে কম্পিউটারে নেট চালানোর নিয়ম

এবার আমরা, মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ কিভাবে করতে হয় এটি জানবো।

মোবাইল চার্জারের USB আপনার কম্পিউটারে প্লাগ করুন এবং আপনার মোবাইল থেকে USB টিথারিং চালু করুন৷

এরপর আপনার মোবাইলের সেটিং এ USB টিথারিং এর অপশনটি পাওয়া যাবে, এটি চালু করুন। সাথে সাথে আপনার কম্পিউটারে ইন্টারনেট চলতে শুরু করবে।

উপসংহার

আশা করি উপরের ইনফর্মেশন থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগের জন্য কিসের প্রয়োজন এবং কম্পিউটারে ইন্টারনেট চালু করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। যদি এখনো এই আর্টিকেলটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।

আরও পড়ুন

Leave a Comment