এশিয়া হলো পৃথিবীর সবথেকে বড় মহাদেশ। এই কারণে এশিয়ার মধ্যে সবথেকে বেশি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। এশিয়া বিশ্বের সবথেকে বড় দেশ হওয়ার কারণে পৃথিবীর মোট জনসংখ্যার ৬০% মানুষ শুধুমাত্র এশিয়াতে রয়েছে।
আজকের আলোচনার মাধ্যমে আমরা এশিয়া মহাদেশের দেশগুলোর নাম সম্পর্কে জানব। যেখান থেকে আপনারা প্রত্যেকটি দেশের নাম বাংলাতে এবং ইংরেজিতে জানতে পারবেন।
সূচিপত্র
এশিয়া মহাদেশের কয়টি দেশ ও কি কি?
এশিয়া মহাদেশে মোট 48 টি দেশ রয়েছে। এবং প্রত্যেকটি দেশের নিজস্ব রাজধানী রয়েছে। এশিয়া মহাদেশের দেশগুলোর নাম এখান থেকে জেনে নিন।
এশিয়া মহাদেশের দেশগুলোর নাম কি?
- চীন
- ভারত
- ইন্দোনেশিয়া
- পাকিস্তান
- বাংলাদেশ
- জাপান
- ফিলিপাইন
- ভিয়েতনাম
- তুরস্ক
- ইরান
- থাইল্যান্ড
- মায়ানমার
- দক্ষিণ কোরিয়া
- ইরাক
- আফগানিস্তান
- সৌদি আরব
- উজবেকিস্তান
- মালয়েশিয়া
- ইয়েমেন
- নেপাল
- উত্তর কোরিয়া
- শ্রীলংকা
- কাজাখস্তান
- সিরিয়া
- কম্বোডিয়া
- জর্ডান
- আজারবাইজান
- সংযুক্ত আরব আমিরাত
- তাজিকিস্তান
- ইজরায়েল
- লাওস
- লেবানন
- কিরগিজস্তান
- তুর্কমেনিস্তান
- সিঙ্গাপুর
- ওমান
- ফিলিস্তিন রাষ্ট্র
- কুয়েত
- জর্জিয়া
- মঙ্গোলিয়া
- আর্মেনিয়া
- কাতার
- বাহরাইন
- তিমুর-লেস্তে
- সাইপ্রাস
- ভুটান
- মালদ্বীপ
- ব্রুনাই
এশিয়া মহাদেশের দেশগুলোর ইংরেজি নাম
উপরের ইনফর্মেশন থেকে আপনারা এশিয়া মহাদেশের দেশগুলোর বাংলা নাম জেনে গেছেন। তবে বেশিরভাগ জায়গায় দেশের নাম গুলি ইংরেজি নামে চেনা হয়ে থাকে। এই জন্য এখানে প্রত্যেকটি দেশের ইংরেজি নাম দেওয়া হলো। আপনি একটি একটি করে প্রত্যেক দেশের নাম দেখে নিন।
- China
- India
- Indonesia
- Pakistan
- Bangladesh
- Japan
- Philippines
- Vietnam
- Turkey
- Iran
- Thailand
- Myanmar
- South Korea
- Iraq
- Afghanistan
- Saudi Arabia
- Uzbekistan
- Malaysia
- Yemen
- Nepal
- North Korea
- Sri Lanka
- Kazakhstan
- Syria
- Cambodia
- Jordan
- Azerbaijan
- United Arab Emirates
- Tajikistan
- Israel
- Laos
- Lebanon
- Kyrgyzstan
- Turkmenistan
- Singapore
- Oman
- State of Palestine
- Kuwait
- Georgia
- Mongolia
- Armenia
- Qatar
- Bahrain
- Timor-Leste
- Cyprus
- Bhutan
- Maldives
- Brunei
এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি?
এশিয়ার সবথেকে বড় দেশ হল চীন। চীনের আয়তন 37,46,887 বর্গ কিলোমিটার।
এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি?
এশিয়ার সবথেকে ছোট দেশ হলো মালদ্বীপ। মালদ্বীপের আয়তন মাত্র 298 বর্গ কিলোমিটার।
উপসংহার
আশাকরি উপরের ইনফর্মেশন থেকে এশিয়া মহাদেশে কয়টি দেশ রয়েছে এবং প্রত্যেকটি দেশের নাম কি কি এ সম্পর্কে জানতে পেরেছেন। যদি এখনও এই আর্টিকেলটি সম্পর্কে কোন প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা কমেন্ট এর মাধ্যমে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকবেন।
আরও পড়ুন