অনেকে ইন্টারনেটে এক কাপে কত আউন্স ধরে? এই প্রশ্নটি সার্চ করে থাকে। তবে অনেক ব্যক্তি এর সঠিক উত্তরটি দিতে পারেনা। এইজন্য আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আমরা এই প্রশ্নের উত্তর আপনার সাথে শেয়ার করব। তাই চলুন না করে উত্তরটি জেনে নেওয়া যাক।
এক কাপে কত আউন্স ধরে?
এক কাপে সাধারণত ৮ আউন্স ধরে। যেটা লিটারে হিসাব করলে দাঁড়ায় ২৩৭ মিলি লিটার।
তবে বিভিন্ন দেশের মান অনুযায়ী আউন্স এর পরিমাণ কম বেশি হয়ে থাকে।
ইউরোপিয়ান কাপ অনুযায়ী এক কাপ ৬ আউন্স হয় এবং আমেরিকান কাপ অনুযায়ী এক কাপ সমান ৮ আউন্স হয়।
উপসংহার
আশা করছি আজকের এই আর্টিকেলটি থেকে এক কাপে কত আউন্স ধরে? এই প্রশ্নটির সঠিক উত্তর পেয়ে গেছেন। যদি আর্টিকেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।