একাদশী পারন মন্ত্র | পারন করার নিয়ম

অনেকেই একাদশীতে, একাদশী পারন করে থাকেন, কিন্তু অনেকেই একাদশীর পারন মন্ত্র জানেন না। এইজন্য আজকের এই আর্টিকেলটি থেকে আপনি একাদশীর পারন মন্ত্রটি জেনে নিন।

এরপর থেকে একাদশী করার সময় আপনি এই মন্ত্রটি পাঠ করে একাদশীর পারন করতে পারেন। তাই চলুন দেরি না করে এই মন্ত্রটি জেনে নেওয়া যাক।

একাদশী পারন মন্ত্র

“একাদশ্যাং নিরাহারো ব্রতেনানেন কেশব।
প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টিপ্রদো ভব।।”

একাদশীর সময় এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পারন করতে হয়।

একাদশী পারন করার নিয়ম

একাদশী ব্রত পালন করার পর দিন পারন করা হয়। পারন করার জন্য পঞ্জিকা দেখে, পারনের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য দেবতাকে নিবেদন করবার পর, মন্ত্র পাঠ করে সেই রবিশস্য নিজেকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে।

এইভাবেই একাদশী পারন পালন করতে হয়। একাদশী পারন পালন না করলে, একাদশী ব্রতের কোনো ফল লাভ হয় না।

উপসংহার

আশা করছি আজকের এই আর্টিকেলটা থেকে একাদশী পারন মন্ত্র এবং পারন করার নিয়ম সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি আপনিও একাদশী ব্রত পালন করে থাকেন তাহলে, একাদশীর পর পারন করার সময় আপনি পারন মন্ত্রটি পাঠ করে, একাদশী সম্পন্ন করতে পারেন।

আরও পড়ুন

Leave a Comment