ইংরেজি বারোটা মাসের নাম (12 month name) – আজকের আর্টিকেল এখান থেকে আমরা ইংরেজি মাসের নাম জানবো। অনেকেই আছেন যারা বাংলা 12 মাসের নাম জানেন কিন্তু ইংরেজি 12 মাসের নাম জানেন না।
যদি আপনি ও ইংরেজি মাসের নাম না জেনে থাকেন তাহলে কোন অসুবিধা নেই। কারণ আজকের আর্টিকেল থেকে আমরা ইংরেজি মাসের নাম ইংরেজিতে ও বাংলায় জেনে নেব। যেখান থেকে আপনি মাসের নামের সাথে উচ্চারণ গুলিও জেনে নিতে পারবেন।
ইংরেজি মাসের নাম (month name)
বাংলার মতো ইংরেজিতেও বারটি মাস রয়েছে। কারণ 12 মাস নিয়ে এক বছর হয়। তাই বারটি মাসের আলাদা আলাদা ইংরেজি নামকরণ করা হয়েছে। ইংরেজি মাসের নাম গুলি হলো
- January
- February
- March
- April
- May
- June
- July
- August
- September
- October
- November
- December
ইংরেজি মাসের নাম বাংলায়
এখানে ইংরেজি মাসের নাম গুলি বাংলায় দেওয়া হল। যেগুলোর উচ্চারণ আপনি এখান থেকে জেনে নিতে পারবেন।
- জানুয়ারি
- ফেব্রুয়ারি
- মার্চ
- এপ্রিল
- মে
- জুন
- জুলাই
- আগস্ট
- সেপ্টেম্বর
- অক্টোবর
- নভেম্বর
- ডিসেম্বর
ইংরেজি মাসের নাম ইংরেজিতে (ইংরেজি ১২ মাসের নাম)
আপনাদের সুবিধার্থে এখানে আরও একবার ইংরেজি মাসের নাম গুলো ইংরেজিতে দেওয়া হল। এবং এর সাথে সাথে বাংলা উচ্চারণ গুলিও যোগ করা হল।
- January – জানুয়ারি
- February – ফেব্রুয়ারি
- March – মার্চ
- April – এপ্রিল
- May – মে
- June – জুন
- July – জুলাই
- August – আগস্ট
- September – সেপ্টেম্বর
- October – অক্টোবর
- November – নভেম্বর
- December – ডিসেম্বর
বাংলা মাসগুলোতে ইংরেজি কি মাস থাকে?
- বৈশাখ – এপ্রিল ও মে
- জ্যৈষ্ঠ – মে ও জুন
- আষাঢ় – জুন ও জুলাই
- শ্রাবণ – জুলাই ও আগস্ট
- ভাদ্র – আগস্ট ও সেপ্টেম্বর
- আশ্বিন – সেপ্টেম্বর ও অক্টোবর
- কার্তিক – অক্টোবর ও নভেম্বর
- অগ্রহায়ণ – নভেম্বর ও ডিসেম্বর
- পৌষ – ডিসেম্বর ও জানুয়ারি
- মাঘ – জানুয়ারি ও ফেব্রুয়ারি
- ফাল্গুন – ফেব্রুয়ারি ও মার্চ
- চৈত্র – মার্চ ও এপ্রিল
উপসংহার
আশাকরি উপরের ইনফর্মেশন থেকে ইংরেজি 12 মাসের নাম গুলি জেনে গেছেন। যদি এখনও এই আর্টিকেলটি সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।
আরও পড়ুন