ইংরেজিতে কথা বলার সহজ উপায় [12 Tips]

অনেকেই প্রশ্ন করে থাকে যে আমি ইংরেজি বলতে পারি না, তাহলে ইংরেজিতে কথা বলা কিভাবে শিখব? যদি আপনারও একই সমস্যা হয় তাহলে আর চিন্তা করার দরকার নেই। আজকের এই আর্টিকেল থেকে আমরা ইংরেজিতে কথা বলার উপায় সম্পর্কে জানব।

এগুলো জানার পর আপনিও খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন। আজকের দিনে প্রত্যেকটি ক্ষেত্রে ইংরেজিতে কথা বলা খুব দরকারি। তাই আজকের এই যুগের সাথে মিলিয়ে চলতে আপনাকেও ইংরেজিতে কথা বলা শিখতে হবে। তাই চলুন দেরী না করে ইংরেজিতে কথা বলার সহজ উপায় গুলি জেনে নেওয়া যাক।

ইংরেজিতে কথা বলার সহজ উপায়

এখানে কিছু টিপস দেওয়া হল। যদি আপনি প্রত্যেক দিন এই টিপস গুলো ফলো করেন তাহলে আপনি খুব দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন। তাই একটি একটি করে প্রত্যেকটি টিপস জেনে নিন।

১. প্রত্যেকটি শব্দের অর্থ জানুন

আপনি কোনো কথা বলার আগে, প্রতিটি বাক্যে প্রতিটি শব্দের অর্থ বোঝার চেষ্টা করুন। অনেক সময় এমন হয় যে, তারা শব্দগুলি জানে কিন্তু বাক্যে তৈরি করতে পারে না, তাই প্রতিদিন বাক্যগুলি অধ্যয়ন করুন।

২. ছবি দেখে ইংরেজি বলার চেষ্টা করুন

প্রথমে মোবাইল থেকে বা অন্য কোথাও থেকে যে কোন একটি ছবি দেখে নিন। এরপর সেই ছবিটি সম্পর্কে ইংরেজিতে ভাবতে থাকুন। সেই ছবিটি নিয়ে যত ইংরেজিতে চিন্তা করবেন তত বেশি আপনি নতুন নতুন বাক্য তৈরি করতে পারবেন।

৩. গ্রুপ ডিসকাশন করুন

আপনার বন্ধু-বান্ধবদেরকে ইংরেজি জানে না তাদের নিয়ে একটি গ্রুপ তৈরি করুন। এবং সকলে মিলে একসাথে কোন বিষয় নিয়ে ইংরেজিতে আলোচনা করুন। ভুল হলে অন্যদিন সেই ভুলটি শুধরে দিন। এই ভাবে একে অপরের সাথে আলোচনা করুন এবং অন্যের ভুল ধরতে থাকুন।

৪. খবরের কাগজ পড়ুন

প্রতিদিন 15 থেকে 20 মিনিটের জন্য ইংরেজি সংবাদপত্র পড়ার অভ্যাস করুন। এতে উল্লেখিত অজানা শব্দগুলি খুঁজুন এবং তাদের অর্থ বুঝুন।

৫. সবসময় মনে মনে ইংরেজি বলার চেষ্টা করুন

যখনই আমরা একভাবে বসে থাকি, তখনই আমাদের মনে কিছু একটা ঘুরতে থাকে, তখনই আমরা বাংলায় সেটা নিয়ে ভাবি।

এই অভ্যাস পরিবর্তন করুন এবং ইংরেজিতে চিন্তা করা শুরু করুন।

৬. ইংরেজি সিনেমা দেখুন

আমরা যখনই যেকোন মুভি দেখি, মুভি দেখার সাথে সাথে বলা সংলাপগুলো ভালোভাবে শুনি এবং সেই সংলাপগুলো বলার চেষ্টা করি।

একইভাবে আপনি যদি ইংরেজি শিখতে চাই তাহলে ইংরেজি মুভি দেখা শুরু করুন এবং এতে বলা সংলাপ বা শব্দগুলো মনোযোগ দিয়ে শুনুন।

৭. ইংরেজি গান শুনুন

যখনই আপনি ফ্রি বসে থাকবেন, তখনই ইংরেজি গান শুনুন। ইংরেজি সিনেমা দেখার পাশাপাশি ইংরেজি গানও শুনতে পারেন। গানটিতে বলা কথাগুলো বোঝেন।

৮. ইংরেজি বলার সময় আত্মবিশ্বাসী হন

Basic ইংরেজি জানা সত্ত্বেও আত্মবিশ্বাসের অভাবে অনেকেই ইংরেজি বললে কথা আটকে যায়। ইংরেজিতে কথা বলার সময় সর্বদা আত্মবিশ্বাসী থাকুন। আত্মবিশ্বাসী হওয়ার জন্য নিজের সাথে ইংরেজিতে কথা বলুন।

দরকার পড়লে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন। এতে আপনার মনে হবে কেউ আপনার সামনে দাঁড়িয়ে আছে, এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে।

ধীরে ধীরে আপনার দৈনন্দিন শব্দ ইংরেজিতে বলার চেষ্টা করুন। এতে আপনি ইংরেজিতে ছোট ছোট শব্দ বলতে শিখবেন এবং আপনার অনুশীলনও হয়ে যাবে।

৯. সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন

বর্তমান তরুণরা সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি ব্যবহার করে। আপনি যদি আরও দ্রুত ইংরেজি শিখতে চান, তাহলে আপনি সোশ্যাল মিডিয়ায় কথা বলা লোকদের অনুসরণ করতে পারেন এবং তাদের YouTube ও সোশ্যাল মিডিয়া ভিডিও দেখে কথা বলার অনুশীলন করতে পারেন৷

১০. ইংরেজিতে লেখা ব্লগ পড়ুন

বর্তমান সময়ে ইন্টারনেট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এখানে সব ধরনের তথ্য পাওয়া যায়। তাই আপনি ইন্টারনেটে আপনার পছন্দের ব্লগটি পড়তে এবং অনুসন্ধান করতে পারেন এবং এটি আপনাকে ইংরেজি বলতে সাহায্য করবে।

১১. ডিকশনারি ব্যবহার করুন

যখনই আপনি একটি নতুন শব্দ শুনবেন যার অর্থ আপনি জানেন না, সেই সময়ে আপনি ডিকশনারি ব্যবহার করে, সেই শব্দটি অনুসন্ধান করে এর অর্থ খুঁজে পেতে পারেন।

১২. ভয় ছাড়াই ইংরেজি বলার চেষ্টা করুন

যখনই কেউ ইংরেজিতে কথা বলে তখন সে ভয় পায়। কখনোই ভয় পাবেন না যে আমি ভুল ইংরেজি বলছি। আমরা যদি ভয়ে ইংরেজিতে কথা বলি, তাহলে আমরা কখনই শিখতে পারবো না।

সবসময় ভয় না করে ইংরেজি ভাষায় কথা বলার চেষ্টা করুন।

ইংরেজিতে কথা বলার Apps

যদি আপনি মোবাইলের অ্যাপস ব্যবহার করে ইংরেজি শিখতে চান তাহলে এখানে দেওয়া অ্যাপস গুলি ব্যবহার করতে পারেন। অ্যাপস গুলি হলো –

  • Cake – Learn English for Free
  • Hello English: Learn English
  • Duolingo: Learn English Free
  • Google Translate
  • Bbc learning english
  • English Conversation Practice
  • English Skills – Practice and Learn
  • English Conversation

ইংরেজিতে কথা বলার বই

ইংরেজিতে কথা বলার জন্য আপনি নিচে দেওয়া স্পোকেন ইংলিশ বই গুলি পড়তে পারেন। এই বইগুলি আপনি অনলাইন থেকে পেয়ে যাবেন।

  • Spoken English For Bangali Speakers
  • The Easiest Way To Learn English with Asking Method
  • Rapidex English Speaking Course Bangla With Youtube Av
  • The Quick and Easy Way to Effective Speaking
  • COMPLETE ENGLISH IN 60 DAYS WITH BARKHA AGRAWAL

ইংরেজিতে কথা বলার জন্য কিছু শব্দ

ইংরেজিতে কথা বলার জন্য আপনাকে কিছু ইংরেজি কমন শব্দ জানতে হবে। এই সমস্ত শব্দগুলি বেশিরভাগ সময় ব্যবহার করা হয়।

এখানে দুটি লিংক দেওয়া হল। আপনি এই দুটি লিংকের মাধ্যমে তিন হাজারের বেশি ইংরেজি শব্দ পেয়ে যাবেন।

https://www.ef.com/wwen/english-resources/english-vocabulary/top-3000-words/

https://www.smart-words.org/500-most-commonly-used-english-words.html

এই সমস্ত শব্দ গুলি ব্যবহার করার জন্য প্রত্যেকটি শব্দের মানে ডিকশনারি ব্যবহার করে জেনে নিন।

ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজনীয় বাক্য

এই লিংকের মাধ্যমে আপনি চল্লিশটির ও বেশি ইংরেজি কমন বাক্য পেয়ে যাবেন। যেগুলি বেশিরভাগ সময় ব্যবহার করা হয়।

https://www.fluentu.com/blog/english/basic-english-phrases/

ইংরেজিতে কথা বলার উপায়

ইংরেজিতে কথা বলার জন্য এখানে একটি ভিডিও দেওয়া হল। আপনি চাইলে এই ভিডিও টিও দেখতে পারেন।

উপসংহার

আশা করি আজকের এই ইনফরমেশন থেকে ইংরেজিতে কথা বলার উপায় সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি আপনি ইংরেজীতে কথা বলতে চান তাহলে উপরের টিপসগুলো প্রত্যেকদিন ফলো করে চলুন। ধন্যবাদ ভালো থাকবেন।

Leave a Comment