আউটপুট ডিভাইস কাকে বলে | আউটপুট ডিভাইসের নাম

যদি আপনি আউটপুট ডিভাইস সম্পর্কে জানতে চান তাহলে আজকের আর্টিকেল থেকে আউটপুট ডিভাইস কাকে বলে বাংলায় জানতে পারবেন।

এছাড়া আউটপুট ডিভাইস কত প্রকার ও কি কি, কম্পিউটারের আউটপুট ডিভাইস কাকে বলে, আউটপুট ডিভাইসের মূল কাজ কি, আউটপুট ডিভাইস এর প্রকারভেদ এই সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

আউটপুট ডিভাইস কি?

আউটপুট ডিভাইস হলো কম্পিউটার ডিভাইস এর একটি মুখ্য ভাগ। যার মাধ্যমে ইউজারকে, শব্দ, ইনফর্মেশন, ডাটা, মেমোরি প্রদর্শন করা হয়।

কম্পিউটারকে বিভিন্ন ইনপুট ডিভাইসের সাহায্যে যে সমস্ত ইনপুট গুলি দেওয়া হয় সেগুলি কম্পিউটার প্রসেসিং করে, আউটপুট ডিভাইসের মাধ্যমে ইউজারকে দেখায়।

সোজা কথায় আউটপুট মনে হল কম্পিউটারের থেকে কোন কিছু জিনিস নির্গত হয়ে, ইউজারের সামনে প্রদর্শিত হওয়া।

আউটপুট ডিভাইস উদাহরণ

মনিটর, প্রিন্টার, সাউন্ড সিষ্টেম, হেডফোন, প্রজেক্টর এই সমস্ত কিছু আউটপুট ডিভাইস এর উদাহরণ।

মনিটর এর সাহায্যে কোন কিছু জিনিস দেখা, প্রিন্টার এর সাহায্যে কোন জিনিস প্রিন্ট করে তার আউটপুট নেওয়া, সাউন্ড সিস্টেম এবং হেডফোনের সাহায্যে শব্দ শোনা যায়। এই সমস্ত ডিভাইসগুলি কম্পিউটারের ডাটা গুলিকে প্রদর্শিত করার জন্য এগুলোকে আউটপুট ডিভাইস বলা হয়।

আউটপুট ডিভাইস কাকে বলে – আউটপুট ডিভাইস এর সংজ্ঞা

যে সকল ডিভাইসের সাহায্যে ইনপুট ডেটা প্রসেসিং হওয়ার পর, আউটপুট ডাটা দেখা বা শোনা যায় সেই সকল ডিভাইসকে আউটপুট ডিভাইস বলে।

আউটপুট ডিভাইস এর প্রকারভেদ

  1. ভিজুয়াল (Visual) আউটপুট ডিভাইস
  2. ডাটা (Data) আউটপুট ডিভাইস
  3. প্রিন্টার (Printer) আউটপুট ডিভাইস
  4. সাউন্ড (Sound) আউটপুট ডিভাইস

১. ভিজুয়াল (Visual)আউটপুট ডিভাইস

  • মনিটর (Monitor)
  • প্রজেক্টর (Projector)

২. ডাটা (Data) আউটপুট ডিভাইস

৩. প্রিন্টার (Printer) আউটপুট ডিভাইস

  • প্রিন্টার (Printer)
  • প্লটার (Plotter)

৪. সাউন্ড (Sound) আউটপুট ডিভাইস

  • Headphones
  • Speakers
  • Sound Card

আউটপুট ডিভাইস কত প্রকার ও কি কি

আউটপুট ডিভাইস অনেক ধরনের হয়ে থাকে। তবে এখানে বিশেষ কিছু আউটপুট ডিভাইসের সম্পর্কে আলোচনা করা হলো।

আউটপুট ডিভাইস কোনটি –

  • Monitor
  • Printer
  • Projector
  • Plotter
  • Earphone

Monitor (মনিটর)

মনিটর হল কম্পিউটারের প্রধান আউটপুট ডিভাইস। কম্পিউটারের যেকোন কাজ করবার জন্য মনিটরের প্রয়োজন পড়ে। মনিটর আউটপুট প্রদর্শিত করার সাথে সাথে, ইনপুট দেওয়ার সময়ও বিশেষ কাজে লাগে।

আউটপুট ডিভাইস কি এবং আউটপুট ডিভাইস এর প্রকারভেদ

মনিটর আউটপুট প্রদর্শিত করার জন্য এটিকে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট (visual display unit) ও বলা হয়ে থাকে।

Printer (প্রিন্টার)

প্রিন্টার হলো এমন একটি আউটপুট ডিভাইস যেটি Soft copy কে Hard copy তে পরিবর্তন করে। কম্পিউটারের কোন ইনফরমেশন যখন প্রিন্ট করা হয় তখন এটি কাগজ এর মাধ্যমে ছাপিয়ে বের হয়ে আসে।

আউটপুট ডিভাইস কি এবং আউটপুট ডিভাইস এর প্রকারভেদ

ইনফর্মেশন কম্পিউটারে থাকাকালীন এটিকে সফট কপি এবং প্রিন্ট হয়ে বেরিয়ে আসার পর এটিকে হার্ডকপি বলা হয়ে থাকে। হার্ডকপি কে আমরা স্পর্শ করতে পারি কিন্তু সফট কপি স্পর্শ করা যায় না।

প্রিন্টারের সাহায্যে কোন ইনফরমেশন, কম্পিউটার থেকে আমরা কাগজের মাধ্যমে পেয়ে থাকি। তাই প্রিন্টার ও আউটপুট ডিভাইসের একটি বিশেষ উদাহরণ।

Projector (প্রজেক্টর)

প্রজেক্টরের মাধ্যমে বিশেষ ধরনের সাউন্ড এবং চিত্র প্রদর্শন করা হয়। এই জন্য প্রজেক্টর কেও আউটপুট ডিভাইস হিসেবে ধরা হয়।

আউটপুট ডিভাইস কি এবং আউটপুট ডিভাইস এর প্রকারভেদ

কম্পিউটারের সাহায্যে কোন প্রজেক্ট তৈরি করে, সেই প্রজেক্টটি, প্রজেক্টরের মাধ্যমে পরিদর্শিত করা হয়। এটিও একটি আউটপুট ডিভাইসের নাম।

Plotter (প্লোটার)

বিভিন্ন ধরনের Drawing, Graph এবং Chart; Plotter এর মাধ্যমে প্রিন্ট করা হয়। তাই এটিও একটি আউটপুট ডিভাইস। বিভিন্ন ধরনের ব্যানার প্রিন্ট করা থেকে 3D Printing এর সকল কাজ Plotter এর সাহায্য করা হয়ে থাকে।

আউটপুট ডিভাইস কি এবং আউটপুট ডিভাইস এর প্রকারভেদ

এই জন্য কম্পিউটারে প্রথমে নির্দিষ্ট চিত্রটি বানিয়ে নিয়ে, Plotter কে কম্পিউটারের সাথে কানেক্ট করে, print নেওয়া হয়।

Earphone (ইয়ারফোন)

কোন সিনেমা, গান বা গেম খেলার জন্য যে সাউন্ড এর প্রয়োজন হয়, সেই আউটপুট টি, Earphone এবং হেডফোনের মত আউটপুট ডিভাইসের সাহায্যে নির্গত হয়।

আউটপুট ডিভাইস কি এবং আউটপুট ডিভাইস এর প্রকারভেদ

ইয়ারফোন এবং হেডফোন ছাড়াও, যেকোনো ধরনের সাউন্ড সিস্টেম যদি কম্পিউটারে লাগিয়ে আউটপুট নেওয়া হয় সেটিও এক ধরনের আউটপুট ডিভাইস এর প্রকৃত উদাহরণ।

কম্পিউটারের আউটপুট ডিভাইস কি কি

এখানে কম্পিউটারের সমস্ত আউটপুট ডিভাইস গুলোর, কিছু কিছু উদাহরণ দেওয়া হল। এগুলি থেকে আপনি আউটপুট ডিভাইস গুলো কি কি, এই সম্পর্কে ধারণা পেয়ে যাবেন।

Visual আউটপুট ডিভাইস

  • Cathode Ray Tube Monitors (CRT)
    DLP Monitors
  • Liquid Crystal Display Monitors (LCD)
  • TFT Monitors
  • Light Emitting Diodes Monitors (LCD)
  • Plasma Screen Monitors
  • Touchscreen Monitor
  • Cathode Ray Tube (CRT)
  • Digital Light Processing (DLP)

Data আউটপুট ডিভাইস

  • Global Positioning System (GPS)

Printer আউটপুট ডিভাইস

  • Solid Ink Printer
  • Dot Matrix Printer
  • Laser Printer
  • Bisiness Inkjet Printer
  • LED Printer
  • Home Inkjet Printer

Sound আউটপুট ডিভাইস

  • Bluetooth Headphone
  • Horn
  • USB Sound Card

আউটপুট ডিভাইসের মূল কাজ কি?

CPU থেকে আসা binary ইনফর্মেশন গুলিকে, translate বা রূপান্তরিত করে, ইউজার এর ভাষায় পরিবেশন করা। যার মাধ্যমে কোনো ইউজার প্রসেসিং ডাটা গুলিকে বুঝতে পারে।

উপসংহার:

আশা করি উপরের ইনফরমেশন থেকে আউটপুট ডিভাইস কাকে বলে, আউটপুট ডিভাইস কত প্রকার ও কি কি এই সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। আউটপুট ডিভাইস সম্পর্কে আরও প্রশ্ন থাকলে, আমাদের জানাতে পারেন।

আরও পড়ুন:

Leave a Comment