অর্ধমাত্রা বর্ণ কি কি – আগের আর্টিকেল থেকে আমরা পূর্ণমাত্রার বর্ণ ও মাত্রাহীন বর্ণ কয়টি ও কি কি এই সম্পর্কে জেনেছিলাম।
আজকের আর্টিকেল থেকে আমরা অর্ধমাত্রা বর্ণ কয়টি ও কি কি এবং অর্ধমাত্রা কাকে বলে – এই সম্পর্কে জানব।
যদি আপনিও অর্ধমাত্রা বর্ণ সম্পর্কে জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি পড়তে পারেন।
অর্ধমাত্রা কাকে বলে?
বাংলা বর্ণমালায় এমন কিছু বর্ণ রয়েছে যেগুলোর মাথার উপর মাত্রা থাকে না, কিন্তু মাথার ডানদিকে অল্প একটুখানি মাত্রা থাকে। এই সকল বর্ণ গুলিকে অর্ধমাত্রা বর্ণ বলা হয়।
সোজা কথায় বলতে গেলে –
যে সকল বর্ণ সম্পূর্ণ মাত্রা থাকে সেগুলিকে পূর্ণমাত্রা এবং যে সকল বর্ণে আধখানা মাত্রা থাকে সেগুলিকে অর্ধমাত্রা বলা হয়।
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
বাংলা বর্ণমালায় মোট ৮ টি অর্ধমাত্রার বর্ণ রয়েছে। এই আটটি বর্ণ লেখার সময় আধখানা মাত্রার ব্যবহার করা হয়। এই আটটি বর্ণ হলো –
ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ
অর্ধমাত্রা ব্যঞ্জনবর্ণ কয়টি?
বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ গুলির মধ্যে সাতটি অর্ধমাত্রা যুক্ত বর্ণ রয়েছে। এগুলি হল –
খ, গ, ণ, থ, ধ, প, শ
অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টি?
বাংলা বর্ণমালায় স্বরবর্ণ গুলির মধ্যে শুধুমাত্র একটি অর্ধমাত্রা যুক্ত বর্ণ রয়েছে। আর সেটি হলো ‘ঋ‘।
উপসংহার
আশাকরি উপরের ইনফর্মেশন থেকে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি, অর্ধমাত্রা কাকে বলে এবং স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ অর্ধমাত্রা কয়টি রয়েছে – এই সম্পর্কে জেনে গেছেন। যদি এখনও আপনার মনে এই আর্টিকেলটি সম্পর্কে কোন প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা কমেন্টের মাধ্যমে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকবেন।
আরও জানুন