দোকানের সুন্দর নামের তালিকা দেখে নিন – ইউনিক নামের তালিকা

দোকানের সুন্দর নামের তালিকা – যদি আপনি কোন নতুন ব্যবসা বা দোকান খুলতে চান তাহলে, সেই দোকানের একটি সুন্দর নাম দেওয়া অবশ্যই দরকার।

কারণ দোকানের সুন্দর নামের জন্য আপনার দোকানটি মানুষের মনের মধ্যে গেঁথে থাকবে। এবং নির্দিষ্ট ব্যক্তি অন্য ব্যক্তিকে আপনার দোকানের নামটি বলে দিয়ে খুব সহজে, আপনার দোকানে তাকে পৌঁছাতে পারবে।

এইজন্য যদি আপনি আপনার কোন নতুন ব্যবসা বা দোকান খুলতে চান এবং তার কি নাম রাখবেন সেটা বুঝতে না পারেন তাহলে আজকের এই আর্টিকেলে, আপনি বিভিন্ন দোকানের সুন্দর নামের তালিকা পেয়ে যাবেন। যেখান থেকে আপনি আপনার মনের মত যে কোন নাম বেছে নিয়ে আপনার দোকানের জন্য রাখতে পারেন।

এই জন্য এখানে বিভিন্ন ধরনের দোকানের নাম (ইউনিক নামের তালিকা) দেওয়া হলো আপনি যে ধরনের দোকান খুলতে চান, সেই ধরনের নাম বেছে নিয়ে, সেটি দোকানের জন্য ব্যবহার করতে পারেন। তাই চলুন নামগুলি একটি একটি করে জেনে নেওয়া যাক।

খাবার দোকানের সুন্দর নামের তালিকা (বাংলা ইউনিক নাম)

  • মিষ্টান্ন ভান্ডার
  • তারা মা মিষ্টান্ন ভান্ডার
  • জয় তারা মিষ্টান্ন ভান্ডার
  • শিব শক্তি মিষ্টান্ন ভান্ডার
  • শ্রী গোপাল মিষ্টান্ন ভান্ডার
  • গৌরাঙ্গ মিষ্টান্ন ভান্ডার
  • সুইট শপ
  • তারকনাথ সুইট
  • সিদ্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডার
  • রাধামাধব মিষ্টান্ন ভান্ডার

মুদি দোকানের সুন্দর নামের তালিকা (Shop Name)

  • গ্রসারি শপ
  • কালীমাতা গ্রসারি শপ
  • মধু গ্রসারি শপ
  • রধামাতা মুদি দোকান
  • গঙ্গামাতা গ্রোসারি শপ
  • রাধাকৃষ্ণ মুদির দোকান
  • জয় মা কালী মুদি শপ

মোবাইল দোকানের সুন্দর নামের তালিকা (Shop Name ideas)

  • মোবাইল রিপেয়ারিং সার্ভিস
  • চটজলদি মোবাইল রিপেয়ারিং
  • মোবাইল শোরুম কর্নার
  • তারামা মোবাইল পয়েন্ট
  • সাধুখাঁ টেলিকম
  • কালীমাতা স্টোর
  • দেশবন্ধু টেলিকম
  • রবীন্দ্র এন্টারপ্রাইজ
  • মোবাইল বাজার
  • মহাপ্রভু টেলিকম সেন্টার

ঔষধের দোকানের সুন্দর নামের তালিকা

  • তারকনাথ মেডিকেল
  • চ্যানেল মেডিসিন
  • জয়গুরু মেডিসিন
  • জগদ্ধাত্রী মেডিসিন শপ
  • ইন্দিরা মেডিসিন
  • এ্যাপোলো ফার্মেসি
  • মেডিসিন হাউস
  • কোলে মেডিসিন
  • সুরক্ষা মেডিসিন
  • সাস্থ্য সুন্দর
  • দাস মেডিকো
  • অন্নপূর্ণা মেডিসিন হোম

কাপড়ের দোকানের সুন্দর নামের তালিকা

  • শিব শক্তি বস্ত্রালয়
  • তারকনাথ বস্ত্রালয়
  • জয় মা বস্ত্র নিকেতন
  • রাজশ্রী রেডিমেড সেন্টার
  • তোয়তা লেডিস কর্নার
  • কালিকা বস্ত্রালয়
  • দা বস্ত্র নিকেতন
  • রূপশ্রী বস্ত্রালয়

কসমেটিকস দোকানের সুন্দর নামের তালিকা

  • যুথিকা গিফট এন্ড কসমেটিক
  • মোহিনী স্টোর
  • শঙ্খ ভিলা সাজঘর
  • বালাজি কসমেটিক
  • মহল
  • গিফট কর্নার
  • রুপের কন্যা কসমেটিক

বিউটি পার্লারের সুন্দর নামের তালিকা

  • বিউটি সেন্টার
  • রুপায়ন বিউটি পার্লার
  • রুপায়ন লেডিস কর্ণার
  • কুইন লেডিস বিউটি পার্লার
  • রুপাঙ্গনা বিউটি পার্লার
  • বিউটি কালেকশন

কম্পিউটার দোকানের নামের তালিকা

  • কম্পিউটার জোন
  • তিয়াসা কম্পিউটার সেন্টার
  • কম্পিউটার পয়েন্ট
  • ক্লাসিক কম্পিউটার পয়েন্ট
  • মডার্ন কম্পিউটার
  • কম্পিউটার কেয়ার
  • প্রিন্স কম্পিউটার
  • লাইভ কম্পিউটার সার্ভিস
  • ব্যানার্জি কম্পিউটার শপ
  • ডায়নামিক কম্পিউটার সেন্টার
  • ক্যারিয়ার পয়েন্ট
  • দা সার্ভিস পয়েন্ট

উপসংহার-

আশাকরি উপরের দেওয়া দোকানের সুন্দর নামের তালিকা থেকে আপনি আপনার দোকানের জন্য নাম খুঁজে পেয়েছেন। তবে আপনি যদি চান ঠাকুর দেবতার নামের বদলে সেই জায়গায় আপনার নাম দিয়েও দোকানটির নামকরণ করতে পারেন।

যদি আপনি এখানে দেওয়া দোকানের তালিকার মধ্যে আপনার দোকানটি খুঁজে না পান তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা পরবর্তীকালে সেই দোকান অনুযায়ী নাম এই আর্টিকেলের মধ্যে যোগ করে দেব।

আরও পড়ুন

8 thoughts on “দোকানের সুন্দর নামের তালিকা দেখে নিন – ইউনিক নামের তালিকা”

    • সন্দেশ ভান্ডার এর আগে কিছু লিখে নাম দিতে পারেন।

      এবং পিঠাপুলির জন্য জয়গুরু পিঠাপুলি, শ্রী গুরু পিঠাপুলি এইসব ব্যাবহার করতে পারেন।

      Reply
  1. গ্লাস & থাই এলুমিনিয়াম ও টাইলস এক সাথে কোন দোকানের নাম নেই

    Reply
  2. ভাই আমি একটা দোকানের নাম আপনার কাছ থেকে জানতে চাচ্ছি জরুরি ভিত্তিতে।
    যেমন, অনলাইন আবেদন, গ্রাফিক্স ডিজাইন, ফটোকপি, লেমিনেশন টাইপিং ইত্যাদি
    এই সব কাজের জন্য একটা নাম চাই?

    Reply
    • গুগোল ম্যাপে গিয়ে ওই সম্পর্কিত দোকানের নাম খুঁজুন। আইডিয়া পেয়ে যাবেন।

      Reply

Leave a Comment