শাস্তি বিপরীত শব্দ | sasti biporit shobdo

আজকের এই আর্টিকেল থেকে আমরা শাস্তি বিপরীত শব্দ সম্পর্কে জেনে নেব। অনেকেই শাস্তি শব্দটির বিপরীত শব্দ জানেন না। এই জন্য আজকের আর্টিকেল থেকে আপনারা এই শব্দটির বিপরীত শব্দ জানতে পারবেন। তাই চলুন দেরি না করে শাস্তি শব্দটির বিপরীত শব্দ জেনে নেওয়া যাক।

শাস্তি বিপরীত শব্দ

শাস্তি শব্দটির বিপরীত শব্দ হলো ক্ষমা

যখন কোন কাজের জন্য কাউকে শাস্তি দেওয়া হয় তখন এর বিপরীত কথাটি হল তাকে ক্ষমা করে দাও।

এই জন্য শাস্তির বিপরীত শব্দ হিসেবে ‘ক্ষমা’ হলো পারফেক্ট বিপরীত শব্দ।

sasti biporit shobdo

তবে ইন্টারনেটে শাস্তির আরো কিছু বিপরীত শব্দ রয়েছে। সেগুলি ঘটনা বিশেষে ব্যবহার করা হয়ে থাকে।

শাস্তির আরো কিছু বিপরীত শব্দ হলো

  • পুরস্কার
  • মওকুফ

শাস্তি কথাটির মানে হল দন্ড দেওয়া। তাই যদি কখনো আপনাকে দন্ড কথাটির বিপরীত শব্দ লিখতে বলা হয় তাহলেও আপনি ‘ক্ষমা’ শব্দটি ব্যবহার করতে পারেন।

উপসংহার

আশা করি আজকের আর্টিকেল থেকে শাস্তি বিপরীত শব্দ টি আপনি জেনে গেছেন। যদি ভবিষ্যতে আরোও কোন শব্দের, বিপরীত শব্দ জানতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা পরবর্তীকালে এইরকম আর্টিকেল আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করব। ধন্যবাদ।

Leave a Comment