পঞ্চগব্য কি | পঞ্চগব্য উপকরণ | পঞ্চগব্য কি কি?

হিন্দুদের বিভিন্ন পূজাআর্চায় পঞ্চগব্যর ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এর মধ্যে যে যে উপকরণ গুলি থাকে সেগুলি সম্পর্কে অনেক ব্যাক্তি জানেন না। যদি আপনিও পঞ্চগব্য সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের এই আর্টিকেল থেকে আপনি পঞ্চগব্য সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন।

যেমন পঞ্চগব্য কি, পঞ্চগব্য উপকরণ, পঞ্চগব্য কি কি এবং পঞ্চগব্য তৈরির নিয়ম। তাই চলুন দেরি না করে এই সকল প্রশ্ন গুলির উত্তর জেনে নেওয়া যাক।

পঞ্চগব্য কি?

গোরুর দুধ থেকে উৎপন্ন ক্ষীর, দই, ঘি এবং গোমূত্র ও গোবর এই পাঁচটি জিনিস হিন্দুদের পূজায় ব্যবহৃত হয়। গরু থেকে পাওয়া এই পাঁচটি জিনিসকে একত্রে পঞ্চগব্য বলা হয়ে থাকে।

পঞ্চগব্য কি কি?

গরু থেকে পাওয়া পাঁচটি জিনিসকে একত্রে পঞ্চগব্য বলা হয়। এগুলি হলো ক্ষীর, দই, ঘি, গোবর এবং গোমূত্র

পঞ্চগব্য কি

পূজার ভাষায় এগুলোকে বিভিন্ন ব্রাহ্মণ এই নামে সম্বোধন করেন। সেগুলি হলো –

  1. দধি,
  2. দুগ্ধ,
  3. ঘৃত,
  4. গোময়,
  5. গোমূত্র।

পঞ্চগব্য উপকরণ

পঞ্চগব্য তৈরি করতে যে পাঁচটি উপকরণ লাগে সেগুলি হল – ক্ষীর, দই, ঘি, গোবর এবং গোমূত্র। এই পাঁচটি জিনিস কে একত্রে মিশিয়ে পঞ্চগব্য তৈরি করা হয়ে থাকে।

পঞ্চগব্য তৈরির নিয়ম

উনবিংশ সংহিতার মাঝে অত্রিসংহিতা, পৃষ্ঠা- ১৮ তে সংস্কৃত ভাষায় যে পঞ্চগব্য তৈরির নিয়ম টির কথা বলা হয়েছে সেটি হলো –

“শকৃদ্দ্বিগুণ গোমূত্র সর্পির্দদ্যাচ্চতুর্গুণম্।
ক্ষীরমষ্টগুণং দেয়ং পঞ্চগব্যে তথা দধি।।”

এর বাংলা অনুবাদ করলে হবে –

পঞ্চগব্যে যতটুকু গোময় দেওয়া হবে তার দ্বিগুণ গোমূত্র, চতুর্গুণ ঘৃত ও দুগ্ধ এবং অষ্টগুণ দধি মিশ্রণ করতে হয়।

পঞ্চগব্য অর্থ কি?

পঞ্চগব্য কথাটির অর্থ হলো গরু থেকে পাওয়া বা নেওয়া পাঁচটি দ্রব্য। এই পাঁচটি দব্য বা জিনিসকেই একত্রে পঞ্চগব্য বলা হয়।

উপসংহার

আশা করি আজকের এই আর্টিকেলটি থেকে পঞ্চগব্য কি, পঞ্চগব্য উপকরণ, পঞ্চগব্য কি কি এবং পঞ্চগব্য তৈরির নিয়ম – এই সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদি এই আর্টিকেলটা সম্পর্কে এখনও কিছু জানার থেকে থাকে তাহলে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ।

আরও পড়ুন

Leave a Comment