তাজমহল সম্পর্কে সকল প্রশ্নের উত্তর

বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম হলো তাজমহল। তাজমহল সম্পর্কে জানেনা, এইরকম মানুষ পৃথিবীতে খুব কমই আছে। তবে এই তাজমহল সম্পর্কে মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। এজন্য আজকের এই আর্টিকেলটি থেকে আমরা তাজমহল সম্পর্কে সকল প্রশ্নের উত্তর আপনাদের দেবো।

একই জায়গায় তাজমহল সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য আজকের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন।

তাজমহল এর ইতিহাস

তাজমহল ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম হলো এই, তাজমহল। সম্রাট শাহজাহান এটি তৈরি করেন। সম্রাট শাহজাহানের স্ত্রীর নাম ছিল আরজুমান্দ বানু বেগম। যিনি মমতাজ নামে পরিচিত।

তিনি মারা যাওয়ার পর সম্রাট শাহজাহান তাকে সমাধিস্ত করেন। এবং তার সমাধি কে যাতে সকলেই মনে রাখে এই জন্য তিনি তার ওপর তাজমহলের মত একটি রাজকীয় সমাধি তৈরি করেছিলেন।

তাজমহলের নির্মাণকাজ শুরু হয়েছিলো ১৬৩২ সালে এবং সম্পন্ন হয়েছিলো ১৬৫৩ সালে।

তাজমহল বানাতে ২২ বছর সময় লেগেছিলো। এবং এটি বানাতে ২২০০০ শ্রমিক কাজ করেছিলেন।

তাজমহলের নির্মাণ কাজ শেষ হতে না হতেই শাহ জাহান তার পুত্র আওরঙ্গজেব দ্বারা ক্ষমতাচ্যুত ও আগ্রার কেল্লায় গৃহবন্দি হন।

শাহ জাহানের মৃত্যুর পর আওরঙ্গজেব তাকে তাজমহলে তার স্ত্রীর পাশে সমাহিত করেন।

তাজমহলের ছবি

তাজমহলের ছবি

তাজমহল কি জন্য বিখ্যাত?

প্রিয় পত্নীর (আরজুমান্দ বানু বেগম মমতাজ) স্মৃতিকে অম্লান করে রাখার উদ্দেশ্যে তার সমাধিকে ঘিরে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন।

তাজমহল এর মালিক কে?

তাজমহল মুঘল সম্রাট শাহজাহানের এক অমর সৃষ্টি। এটি ভারতের আগ্রায় অবস্থিত।

তাজমহল কোথায় অবস্থিত?

তাজমহল, ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত।

তাজমহল বানাতে কত সময় লেগেছিল?

তাজমহল বানাতে ২২ বছর সময় লেগেছিলো।

তাজমহল কোন শিলা দিয়ে তৈরি হয়েছে?

রূপান্তরিত মার্বেল শিলা দিয়ে তৈরি হয়েছে।

তাজমহল কোন নদীর তীরে অবস্থিত?

যমুনা নদীর তীরে অবস্থিত।

তাজমহল কত একর?

পুরো তাজমহল কমপ্লেক্স প্রায় ৪২ একর জায়গা জুড়ে রয়েছে।

তাজমহল বানাতে কত টাকা খরচ হয়েছিল?

তাজমহল নির্মাণে তৎকালীন আনুমানিক ৩২ মিলিয়ন রুপি খরচ হয়েছিল বলে ধারণা করা হয়।

তাজমহল কত সালে প্রতিষ্ঠিত হয়?

তাজমহলের নির্মাণকাজ শুরু হয়েছিলো ১৬৩২ সালে এবং সম্পন্ন হয়েছিলো ১৬৫৩ সালে।

তাজমহল বানাতে কত লোক লেগেছিল?

এটি তৈরি করতে ২২০০০ শ্রমিকের ২২ বছর সময় লেগেছিলো।

তাজমহলের নকশা কে তৈরি করেন?

এই প্রশ্নটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তবে এটি পরিষ্কার যে শিল্প-নৈপুণ্যসম্পন্ন একদল নকশা প্রস্তুতকারক, তাজমহলের নকশা তৈরি করেন।

তাজমহল কি দিয়ে বানানো?

তাজমহল বিভিন্ন ধরনের পাথর দিয়ে তৈরি করা হয়। তবে তাজমহল বানাতে সব থেকে বেশি যে জিনিসটির ব্যবহার করা হয় তার নাম হলো সাদা মার্বেল।

তাজমহলের উচ্চতা কত ফুট?

240 ft

উপসংহার

আশা করছি আজকের এই আর্টিকেলটি থেকে তাজমহল সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদি কোন প্রশ্নের উত্তর আপনার এখনো জানা বাকি থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা আপনাকে কমেন্টের মাধ্যমে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ ভাল থাকবেন।

আরও পড়ুন

Leave a Comment