গুগোল থেকে কিভাবে ফটো ডাউনলোড করে

আজকের দিনে ইন্টারনেট থেকে যে কোন ইনফরমেশন নিতে গেলে গুগোল সবাই ব্যবহার করে। কিন্তু ছবি ডাউনলোড করবার সময় অনেকেই প্রশ্ন করে – “গুগোল থেকে কিভাবে ছবি ডাউনলোড করবো?

এই জন্য যে সমস্ত ব্যক্তি গুগল থেকে ছবি ডাউনলোড করতে চান তাদের জন্য আজকের আর্টিকেলে আমরা গুগোল থেকে ছবি ডাউনলোড করার উপায় সম্পর্কে জানব।

এখান থেকে আপনারা খুব সহজেই যেকোনো ছবি গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। তাই চলুন দেরী না করে গুগল থেকে ছবি ডাউনলোড করার নিয়মটি জেনে নেওয়া যাক।

গুগোল থেকে ছবি ডাউনলোড করার উপায়

আমি আপনাদের প্রথমেই জানিয়ে রাখি গুগল থেকে ফটো ডাউনলোড করা খুবই সহজ কাজ।

গুগোল থেকে ছবি ডাউনলোড করবার জন্য আপনারা মোবাইল বা কম্পিউটারের সাহায্য নিতে পারেন।

যদি আপনি গুগল থেকে ছবি ডাউনলোড করতে চান তাহলে মোবাইল বা কম্পিউটারে ছবি ডাউনলোড করে স্টোর করতে পারেন।

গুগোল থেকে ছবি ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে google এর নিজস্ব ওয়েবসাইটে যেতে হবে।

এর জন্য আপনারা যে কোন ওয়েব ব্রাউজার খুলে নিয়ে সেখানে google.com লিখে সার্চ দিন।

গুগোল থেকে কিভাবে ফটো ডাউনলোড করে

গুগোল এ যাওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে।

এবং এই পেজের একদম উপরের বাঁদিকে image নামক একটি অপশন দেখতে পাবেন। গুগোল থেকে ছবি ডাউনলোড করবার জন্য আপনারা image অপশনে ক্লিক করুন।

গুগোল থেকে কিভাবে ফটো ডাউনলোড করে

এরপর সার্চ বক্সের মধ্যে আপনি, যে ধরনের ইমেজ গুগল থেকে ডাউনলোড করতে চান সেটি সার্চ করুন। উদাহরণ হিসেবে আমি এখানে ফুলের পিকচার সার্চ করলাম।

নির্দিষ্ট জিনিস সার্চ করার সাথে সাথে আপনার সামনে অসংখ্য ছবি চলে আসবে।

গুগোল থেকে কিভাবে ফটো ডাউনলোড করে

আপনি যে  ছবিটি ডাউনলোড করতে চান তার উপর ক্লিক করুন। এবং এরপর ছবিটির উপর touch করে কিছুক্ষণ wait করুন।

সাথে সাথে আপনি Download image নামক একটি অপশন দেখতে পাবেন।

এই অপশনটিতে ক্লিক করা মাত্র নির্দিষ্ট ছবিটি আপনার ডিভাইসে স্টোর হয়ে যাবে। এরপর আপনি আপনার গ্যালারি থেকে ছবিটি দেখতে পারবেন।

এইভাবে আপনি যেকোনো ছবি গুগল থেকে ডাউনলোড করতে পারেন।

জিও ফোনে ফটো কিভাবে ডাউনলোড করে

যদি আপনি জিও মোবাইল ব্যবহার করেন তাহলে আপনি একই পদ্ধতি অবলম্বন করে গুগল থেকে ছবি ডাউনলোড করতে পারেন।

এর জন্য আপনি জিও ফোনের যেকোন একটির ব্রাউজার খুলে নিয়ে google এ প্রবেশ করুন।

এরপর image section এ গিয়ে, নির্দিষ্ট ছবিটি বেছে নিয়ে, ডাউনলোড অপশন এর মাধ্যমে ছবিটি ডাউনলোড করে নিন।

গুগল থেকে কি কি ছবি ডাউনলোড করা যায়?

গুগল থেকে আপনি যে কোন প্রকারের যে কোন ক্যাটাগরির ছবি ডাউনলোড করতে পারেন। এখানে থেকে জনপ্রিয় ছবির ক্যাটাগরি দেওয়া হলো। এগুলি আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারেন।

  • ফুলের ছবি
  • পাখির ছবি
  • গাছের ছবি
  • প্রকৃতির ছবি
  • বাংলা স্ট্যাটাস ছবি
  • Drawing picture
  • রেসিপি ছবি
  • ইত্যাদি।

গুগল থেকে আপনি কতগুলি ছবি ডাউনলোড করতে পারবেন?

গুগোল হল পৃথিবীর সবথেকে বড় সার্চ ইঞ্জিন। তাই আপনি গুগল থেকে যেকোনো জিনিস সার্চ করে ব্যবহার করতে পারেন।

যদি আপনি গুগল থেকে ফটো ডাউনলোড করতে চান তাহলে বলে রাখি – আপনি যে কোন ফটো সম্পূর্ণ বিনামূল্যে এবং যত খুশি ডাউনলোড করতে পারেন। গুগোল থেকে ছবি ডাউনলোড করার কোনো limit নেই

একজন ইন্টারনেট ব্যবহারকারী বিনামূল্যে গুগল থেকে লক্ষেরও বেশি ছবি ডাউনলোড করতে পারে।

উপসংহার

আশাকরি উপরের ইনফর্মেশন থেকে গুগোল থেকে কিভাবে ফটো ডাউনলোড করে – এই সম্পর্কে বুঝতে পেরেছেন। এখনো যদি গুগল থেকে ছবি ডাউনলোড করা সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকবেন।

আরও পড়ুন

Leave a Comment